Connect with us
ফুটবল

কাতার বিশ্বকাপে পেনাল্টিতে মার্তিনেজ আমাদের বাঁচিয়েছে : মেসি

Martinez and Messi
এমিলিয়ানো মার্তিনেজ ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

দুই সপ্তাহ পরই নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করবে আর্জেন্টিনা। তবে এখনো অমলিন মেসিদের বিশ্বকাপ জয়ের স্মৃতি। এবার ২০২২ কাতার বিশ্বকাপ নিয়ে স্মৃতিচারণ করলেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন মহাতারকার মতে, বিশ্বকাপ জয়ে ভাগ্যকে পাশে পেয়েছিল তারা। 

কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা। সেখানে পড়তে হয় নেদারল্যান্ডসের কঠিন পরীক্ষায়।

ম্যাচে দুই গোল করে এগিয়ে গেলেও পরে দুটি হজম করে বসে আর্জেন্টিনা। তাতেই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে আলবিসেলেস্তেরা পায় সেমি-ফাইনালের টিকেট। যা দেখে ভাগ্যের কথাই মনে পড়ছে মেসির।



ক্রিড়া ভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম এসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে প্রায় তিন বছর আগের স্মৃতিচারণ করেছেন মেসি। সেখানে তিনি বলেছেন, বিশ্বকাপ জেতা মোটেও সহজ কিছু নয়, ভাগ্য তাদের জেতাতে সাহায্য করেছে।

নিজের বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন,  ‘বিশ্বকাপ জেতা খুবই কঠিন। যে কোনো দল আপনার জন্য কঠিন হতে পারে এবং বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে। বল হয়তো পোস্টে লেগে বাইরে চলে যেতে পারে অথবা ভেতরে ঢুকতে পারে। অথবা আপনি পেনাল্টিতেও হেরে যেতে পারেন।’

ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচেও প্রথমার্ধে জোড়া গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপের দুই গোলে সমতা ফেরে ফ্রান্স। যোগ করা সময়ে আবার লিড নেয় আর্জেন্টিনা। কিন্তু এমবাপের হ্যাটট্রিকে খেলা গড়ায় টাইব্রেকারে।

কোয়ার্টার ফাইনালের মতো শিরোপা নির্ধারণী ম্যাচেও পেনাল্টিতে পার্থক্য গড়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। মেসির মতে, ওই ভাগ্যের খেলায় বাজিমাত করেই বিশ্বকাপ জেতার কঠিন কাজটি করে দেখিয়েছেন তারা।

নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ নিয়ে মেসি বলেন, ‘গত বিশ্বকাপে ভাগ্য আমাদের পাশে ছিল। যদিও নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে আমরাই ভালো খেলেছিলাম, তবু ম্যাচ পেনাল্টিতে চলে যায়।”

পেনাল্টিতে মার্তিনেজের অসাধারণ পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘পেনাল্টিতে গিয়ে আমাদের কাছে দিবু মার্তিনেজ ছিল, যে আমাদের জিতিয়েছে। তবে এমনও হতে পারে যে পেনাল্টিতে আপনি ঠিকঠাক করতে পারলেন না এবং হেরে গেলেন। তো বিশ্বকাপ জেতা খুবই কঠিন।’

ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল