Connect with us
ক্রিকেট

নারী ওয়ানডে তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মারিজান কাপ

মারিজানে কাপ। ছবি: সংগৃহীত
মারিজান কাপ। ছবি: সংগৃহীত

নারীদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৮১ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার মারিজান কাপ।

নারীদের এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫১ ইনিংসে মোট ১৮১ উইকেট শিকার করেছেন কাপ। ১৫১ ইনিংসে বল করা কাপের ইকোনমিও বেশ অবাক করার মতো।

৩.৮৩ ইকোনমিতে বল করা কাপ ৩ উইকেট শিকার করেছেন ৬ বার ও ৫ উইকেট শিকার করেছেন ২ বার। সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন ৩৫ বছর বয়সী এই প্রোটিয়া অলরাউন্ডার। ২০ রানে ৫ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।



১২৬ ইনিংসে ১৯১ উইকেট শিকার করে কাপের উপরে রয়েছেন আরেক প্রোটিয়া শাবনিম ইসমাইল। ৩.৭১ ইকোনমিতে বল করা ৩৭ বছর বয়সী এই স্পিনার ৩ উইকেট নিয়েছেন ১১ বার ও ৫ উইকেট নিয়েছেন ২ বার। ১০ রানে ৬ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।

২০৩ ইনিংসে ২৫৫ উইকেট শিকার করে তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয় স্পিনার ঝুলান গোস্বামী। ৩.৩৭ ইকোনমিতে বল করা এই স্পিনার ৩ উইকেট শিকার করেছেন ৩ বার ও ৫ উইকেট শিকার করেছেন ২ বার। ৩১ রানে ৬ উইকেট তার ক্যারিয়ার সেরা বোলিং।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট