Connect with us
ফুটবল

ভুটানে মারিয়া-শামসুন্নাহারের গোল উৎসব, থিম্পুর ২৩-০ গোলের বিশাল জয়

মারিয়া মান্ডা। ছবি - গুগল

ভুটান নারী ফুটবল লিগে ২৩-০ গোলে বড় জয় তুলে নিয়েছে থিম্পু এফসি। এই জয়ে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশের দুই ফুটবলার মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

জাতীয় দলের মিডফিল্ডার মারিয়া মান্ডা একাই করেছেন ৮ গোল। অসাধারণ এই পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচসেরা নির্বাচিত হন। মারিয়ার সাথে গোল উৎসবে যোগ দেন শামসুন্নাহার। তার পা থেকে এসেছে ৪ গোল। দুজন মিলিয়ে করেন ১২ গোল।

আরও পড়ুন:

শেষ ম্যাচে হারের কারণ হিসেবে যা বললেন লিটন

মুস্তাফিজ-তানজিমদের বাদ দেওয়ার কারণে হেরেছে বাংলাদেশ?

ম্যাচশেষে মারিয়া বলেন, “গোল করতে পেরে ভালো লাগছে, দল জিতেছে এই জয়টা আমাদের সবার জন্যই আনন্দের।”

থিম্পু এফসিতে তিনজন বাংলাদেশি ফুটবলার খেলছেন- মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র এবং সানজিদা আক্তার। তবে কোচিং এ অংশ নিতে বর্তমানের ঢাকায় অবস্থান করছেন সানজিদা।

ক্রিফোস্পোর্টস/২৫ জুলাই ২৫/ এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল