বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগে তোলপাড় দেশের ক্রিকেটে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন সাবেক এই অধিনায়ক। তার অভিযোগের পর নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।
গতকাল (বৃহস্পতিবার) দেশের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে বেশকিছু স্পর্শকাতর অভিযোগ আনেন জাহানারা। তার অভিযোগ, ম্যাচশেষে হ্যান্ডশেকের পরিবর্তে জড়িয়ে ধরতেন মঞ্জুরুল। এছাড়া স্বাস্থ্য-সংক্রান্ত একান্ত ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া-সহ একাধিক অভিযোগ আনেন তার বিরুদ্ধে।
তবে এই অভিযোগের বিষয়ে অনেকক্ষণ নীরব ছিলেন মঞ্জুরুল। আজ (শুক্রবার) এ বিষয়ে মুখ খুলেছেন মঞ্জুরুল। সংবাদমাধ্যমে জাহানারার এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেন তিনি। পরবর্তীতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, আপাতত বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না তিনি। বিসিবির তদন্ত কমিটির মোকাবেলা করতে চান তিনি। তাছাড়া রাষ্ট্রীয়ভাবেও যদি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়, সেগুলো মোকাবিলা করতে রাজি তিনি।
মঞ্জুর লিখেছেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্খী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন,যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ।’

জাহানারার অভিযোগ নিয়ে মুখ মঞ্জুরুলের ফেসবুক পোস্ট। ছবি- সংগৃহীত
‘বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরব। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।’
জাহানারার অভিযোগ নিয়ে সরব দেশের পুরুষ ক্রিকেটাররাও। মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিমরাও এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বিসিবির তদন্তের পাশাপাশি এই ইস্যুতে জাহানারার পাশে আছে ক্রীড়া মন্ত্রণালয়ও। কোনো আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে জাহানারার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৫/বিটি