
ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। চলমান ইংল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি। রেকর্ড গড়া সেঞ্চুরির পর আইসিসি থেকে সুখবর পেয়েছেন মান্ধানা। এছাড়া বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকেও সুখবর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আজ মঙ্গলবার (১ জুলাই) নারী ক্রিকেটারদের সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মান্ধানা। তার রেটিং পয়েন্ট ৭৭১। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই তাঁর ক্যারিয়ারসেরা রেটিং।
গত ২৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ৯৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত। সে ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে জয়ের পেছনে বড় অবদান রাখেন মান্ধানা। ৬২ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন এই ওপেনার। এই ইনিংসের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েন মান্ধানা।
আরও পড়ুন:
» অস্ট্রেলিয়ায় ১১ দলের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ
» ক্রিকেটারদের উৎসাহ বাড়াতে বর্ষসেরা পুরস্কার চালু করছে বিসিবি
এদিকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও টি-টোয়েন্টির হালনাগাদ র্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছেন। এক ধাপ এগিয়ে ব্যাটারদের তালকায় ১৬ নম্বরে উঠে এসেছেন এই তারকা। যদিও সাম্প্রতিক সময়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন এই ডানহাতি ব্যাটার। তবে বাংলাদেশের মধ্যে আর কেউ উন্নতির মুখ দেখেননি।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছেন বেথ মুনি। এই অজি তারকার রেটিং পয়েন্ট ৭৯৪। দুইয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার হেইলি ম্যাথিউস। তার রেটিং পয়েন্ট ৭৭৪। একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন তাহলিয়া ম্যাকগার্থ। এই অজি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৫৭। এছাড়া শীর্ষ দশের মধ্যে আর কোনো পরিবর্তন আসেনি।
এছাড়া বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। তার রেটিং ৭৪৬। একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাথারল্যান্ড। তবে একধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন ভারতের দীপ্তি শর্মা।
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৫/বিটি
