
নারী ওয়ানডে বিশ্বকাপে টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের অষ্টম ওভারে সোফি মোলিনুকে এক বিশাল ছক্কা হাকান স্মৃতি মান্ধানা। সেই ছক্কার মধ্য দিয়েই তিনি স্পর্শ করেন এক অনন্য মাইল ফলক।
ঐতিহাসিক এক রেকর্ড থেকে মাত্র ১৮ রান দূরে ছিলেন স্মৃতি মান্ধানা। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ রান করার মাধ্যমে নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক পেরিয়ে গেলেন মান্ধানা।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে কোনো নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ভারতীয় এই ওপেনার। মান্ধানার শীর্ষে চলে যাওয়ায় দুইয়ে চলে এসেছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার বেলিন্ডা ক্লার্ক। ১৯৯৭ সালে ৯৭০ রানের রেকর্ডটাও মান্ধানা ভেঙেছিলেন ছক্কা মেরেই।
শুধু তাই নয়, ম্যাচের ২১তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে মেরেছেন আরও একটি ছক্কা। সেই ছক্কাতেই নারী ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলকও পেরিয়ে যান মান্ধানা।
ছক্কা মেরে নতুন মাইল ফলক স্পর্শ করাটা যেন মান্ধানার নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। পঞ্চম ব্যাটার হিসেবে নারী ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মান্ধানা।
২১১ ইনিংসে ৭৮০৫ রান করে নারী ওয়ানডেতে সর্বচ্চ রান সংগ্রাহীর তালিকার শীর্ষে রয়েছেন ভারতের মিতালি রাজ।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এআই
