Connect with us
ফুটবল

রোনালদো–বেকহামের জার্সি তৈরি বন্ধ করল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি - সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তি তিন ফুটবলার – ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহাম ও এরিক ক্যান্টোনার নাম লেখা জার্সি তৈরি নিষিদ্ধ করেছে ক্লাবটি। ফলে বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

২০২৫-২৬ মৌসুমের হোম ও অ্যাওয়ে জার্সি বাজারে আসার পর অনেকেই প্রিয় তারকাদের নাম ও নম্বর খচিত জার্সি সংগ্রহ করতে যান ক্লাবের মেগা স্টোরে। এরপরেই বিষয়টি সামনে আসে।

মেগা স্টোরের ওয়াল মনিটরে প্রদর্শিত এক বিজ্ঞপ্তিতে লেখা ছিল, ‘লাইসেন্স–সংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে আমরা ক্যান্টোনা, বেকহাম ও রোনালদোর নাম প্রিন্ট করতে পারছি না।’ পরে বিজ্ঞপ্তিটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হলে অনেকে বিষয়টি নিয়ে কথা বলেন।

সমালোচনা শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘সান’কে ইউনাইটেড জানিয়েছে, ক্যান্টোনা, বেকহ্যাম ও রোনালদোর ইমেজ রাইটস (চেহারা ও নাম ব্যবহারের বাণিজ্যিক অধিকার) এই তিন খেলোয়াড়ের নিজেদের মালিকানায় রয়েছে। ফলে ক্লাবের মেগা স্টোরে তাঁদের নাম জার্সিতে প্রিন্ট করা ক্লাবের পক্ষে সম্ভব নয়।

আরও পড়ুন:

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস!

আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ, মুস্তাফিজ-জাকেররা কে কোথায়?

তিনজনই ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে অবিস্মরণীয় নাম। ফ্রেঞ্চ তারকা এরিক ক্যান্টোনা ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ক্লাবে খেলেছেন। এ সময়েই ইউনাইটেড নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে ইংলিশ প্রিমিয়ার লিগে। ডেভিড বেকহাম ১৯৯২ সালে মূল দলে অভিষেকের পর ২০০৩ পর্যন্ত খেলেন। এ সময়ে ক্লাবের ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জয়ে ভূমিকা রাখেন।

ক্রিস্টিয়ানো রোনালদো প্রথমবার ইউনাইটেডে আসেন ২০০৩ সালে। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে ক্লাবের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ জেতেন। ২০২১ সালে আবার ইউনাইটেডে ফিরে ২০২২ সাল পর্যন্ত খেলেন তিনি।

স্মরণীয় সাফল্য এবং ব্যাপক জনপ্রিয়তার কারণে এখনো অনেক ভক্ত তাঁদের নাম লেখা জার্সি সংগ্রহে আগ্রহী থাকেন। তবে আইনি জটিলতার কারণে আপাতত সেটি আর সম্ভব হচ্ছে না।

ক্রিফোস্পোর্টস/৩১ জুলাই ২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল