গত ২৭শে ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ২টায় ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসেল ইউনাইটেড। রেড ডেভিলসদের ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ অনুপস্থিত থাকা সত্ত্বেও আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের নেতৃত্বে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
অ্যাস্টন ভিলার বিপক্ষে কিঞ্চিত হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় ব্রুনো ফার্নান্দেজকে। এই ইনজুরির কারণে নিউক্যাসেল ম্যাচে ছিটকে যান তিনি। তার এই অনুপস্থিতির প্রভাব ম্যাচে বুঝতে দেননি আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। দলকে তিনি দুর্দান্ত নেতৃত্ব দেন এবং ম্যাচে ক্লিনশিট বজায় রাখেন। ম্যাচে দুই দলই আক্রমণাত্মক খেলা খেললেও ম্যাচের একমাত্র গোলটি আসে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে প্রথমার্ধের ২৪তম মিনিটে। ম্যানচেস্টার ইউনাইটেডের রাইট উইংব্যাক প্যাট্রিক ডরগুর করা এক অসাধারণ ভলিতে ১-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।
দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া নিউক্যাসেল ইউনাইটেড। বেশ আক্রমণাত্মক ফুটবল খেললেও ম্যানচেস্টার ইউনাইটেডের দৃঢ় রক্ষণভাগ ও তরুণ গোলরক্ষক সেন ল্যামেন্সের অসাধারণ গোলকিপিংয়ে জালে কোনো বল জড়ায়নি। এতে করে নিজেদের মাঠে ১-০ গোলের অল্প ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন তরুণ ডিফেন্ডার এইডেন হ্যাভেন। ৯৪% পাস অ্যাকুরেসি ও ৮টি ক্লিয়ারেন্স করে উক্ত ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পান তিনি।
১৮ ম্যাচ শেষে ৮ জয়, ৫ ড্র ও ৫ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। অপরদিকে ছন্দ হারানো নিউক্যাসেল ইউনাইটেডের অবস্থান পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে।।
ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৫/এনজি
