দীর্ঘ ১৪ বছর পর আবার ভারতে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফরে ভারতে এসেছেন তিনি। সফরের শুরুটা হয়েছে কলকাতা দিয়ে। তবে কলকাতায় মেসির উপস্থিতি কলকাতাবাসীর জন্য এক তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকল।
মেসির আগমন ঘিরে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলকাতার অসংখ্য দর্শকের উপস্থিতিতে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেসি। তবে নানা অব্যবস্থাপনায় পণ্ড হয় অনুষ্ঠানটি।
মূলত মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে স্টেডিয়ামে থাকা দর্শকদের মাঝে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অনেক চড়া দামে টিকিট কেটে এসে মেসিকে ঠিকভাবে দেখতে না পেরে আরও ক্ষুব্ধ হয় দর্শকেরা। সল্টলেক স্টেডিয়ামের গ্যালারিতে তারা ভাঙচুর চালিয়েছেন। ভাঙা চেয়ার ও বোতল তারা মাঠে ছুড়ে মারে। এমনকি গ্যালারির বেষ্টনী টপকে অনেক দর্শক মাঠে ঢুকে পড়েন।

নানা অব্যবস্থাপনা পণ্ড হয় অনুষ্ঠানটি। ছবি- সংগৃহীত
এমন ঘটনায় মর্মাহত ও বিস্মিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।
আজ (শনিবার) এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তা দেখে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। লিওনেল মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী।’

গ্যালারির বেস্টনি টপকে মাঠে ঢুকে পড়েন দর্শকেরা। ছবি- সংগৃহীত
মিয়ামি থেকে দুবাই হয়ে গতকার মধ্যরাতে কলকাতায় পৌঁছান মেসি। তার সঙ্গে সফরে এসেছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। কলকাতা থেকে আজ হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে তাদের। এরপর মুম্বাই ও দিল্লিতে যাবেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হবে ভারত সফর।
ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৫/বিটি