Connect with us
ক্রিকেট

মারুফার সেই ডেলিভারিকে বিশ্বকাপের সেরা বলছেন মালিঙ্গা

Lasith Mailnga praised Marufa Akter
মারুফার বোলিংয়ের প্রশংসায় লাসিথ মালিঙ্গা। ছবি- সংগৃহীত

মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আগুনের মত ছড়িয়ে পড়ে পাকিস্তানের বিপক্ষে মারুফা আক্তারের প্রথম ওভারের ডেলিভারি করা বলের ভিডিও। দুর্দান্ত লেট ইনসুইঙ্গারে জোড়া উইকেট শিকার করেছেন তিনি। আর অসাধারণ সেই ইনসুইং বোলিংকে নারী বিশ্বকাপের সেরা ডেলিভারি বলে আখ্যা দিলেন কিংবদন্তী লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।

মারুফার উইকেট শিকারি সেই ডেলিভারির একাধিক ভিডিও নিজেদের অফিসিয়াল পেইজে প্রকাশ করেছে আইসিসি। যেখানে মারুফার এই ডেলিভারিকে বিশ্লেষণ করেছেন ভারতীয় সাবেক অধিনায়ক মিতালি রাজ। আর সেই ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন মালিঙ্গা। যার ক্যাপশনে এই লিজেন্ড লিখেছেন, ‘পিওর স্কিল, এক্সিলেন্ট কন্ট্রোল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

এদিকে মিতালি রাজ তার বিশ্লেষণে বলেন, ‘প্রথমত সে সুইং পাচ্ছে এবং ঠিক লাইনে বলও করেছে। সুইং পাওয়া ভালো। তবে ঠিক লাইন লেন্থে বল না করলে সাফল্য পাওয়া যায় না। মারুফা একদম লাইন লেন্থ ঠিক রেখে বল করেছে। আরেকটু হলে হ্যাটট্রিক হয়ে যেত। তার গতি, বল করা, প্রথম ওভারটা যে দেখলাম, সব দেখে আমি মুগ্ধ। এমন প্রথম ওভারই আপনি করতে চাইবেন।’



গতকাল ম্যাচের শুরুতেই পাকিস্তানি ওমাইমা সোহাইল ও ইনফর্ম সিদরা আমিনকে ফিরিয়েছেন মারুফা। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না পেরে ১২৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এতে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনও উইকেট না পেলেও ৩১ রান খরচায় ২ উইকেট শিকারের দিনে দারুন লাইন লেন্থ নিয়ন্ত্রণ করেছেন মারুফা।

নিজের বোলিং নিয়ে মারুফা ম্যাচ শেষে বলেছেন, ‘আসলে শুরুতে চেয়েছি উইকেট টু উইকেট বল করে যেতে। আমি জানি আমার বল সুইং করে অনেক। আমি চেষ্টা করি লাইন লেন্থ ধরে রাখতে। জ্যোতি আপুও আমাকে এটাই বলেছে।’ এই জয়ে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির টাইগ্রেসরা।

ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট