আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়েছেন মালয়েশিয়ার অলরাউন্ডার বীরানদীপ সিং। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান ও ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এই স্পিন অলরাউন্ডার।
আজ (মঙ্গলবার) কুয়ালালামপুরে মিনি এসইএ ক্রিকেট টুর্নামেন্টে বাহরাইনের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন বীরানদীপ। এতেই ১০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন এই অলরাউন্ডার।
প্রথমে ব্যাট করে বাহরাইন ১০৭ রান সংগ্রহ করে। জবাবে, ১ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় মালয়েশিয়া। বীরানদীপ ব্যাট হাতে খেলেছেন ২৩ রানের ইনিংস।
এর আগে চলতি বছরের জুলাইয়ে তিন হাজার রানের ক্লাবে নাম লেখান বীরানদীপ। সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে সামোয়ার বিপক্ষে ৩৬ রানের ইনিংস খেলার পথে তিন হাজার রানের ক্লাবে ঢোকেন এই অলরাউন্ডার।
শীঘ্রই বীরানদীপের এই রেকর্ডে ভাগ বসাতে পারেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ২৮৪৬ ও উইকেট ১০২টি উইকেট তার দখলে। আর ১৫৪ রান করলেই বীরানদীপের রেকর্ডে ভাগ বসাবেন এই জিম্বাবুয়ের অলরাউন্ডার। রাজা নিজের শততম উইকেটটি পেয়েছেন সম্প্রতি। ২০ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে এই কীর্তি গড়েন তিনি। জিম্বাবুয়ের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন তাঁর।
এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান ও ১০০ উইকেট আছে রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান ও মোহাম্মদ নবীর। গত বছর ভারতের মাটিতে খেলা টেস্টের সময় সাকিব জানান, ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন তিনি। ২৫৫১ রানের পাশাপাশি ১৪৯টি উইকেট শিকার করেছেন সাকিব।
৪০ বছর বয়সী নবীর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানসংখ্যা ২৪১৭, উইকেট ১০৪টি।
ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এআই