Connect with us
ক্রিকেট

পিএসএলে বড় পরিবর্তন, নতুন ফরম্যাটে হবে একাদশ আসর

Major change in the PSL, the 11th edition to be held in a new format.
পিএসএলের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। ছবি- এএফপি

পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে বড় পরিবর্তন আনতে যাচ্ছে আয়জক কর্তৃপক্ষ। নতুন ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসরের ম্যাচগুলো। পিএসএলের দল সংখ্যা বাড়ায় ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে আয়োজকরা।

পাঁচ দল শুরু হয়েছিল পিএসএল। প্রথম দুই আসরে পাঁচটি দলই ছিল। এরপর তৃতীয় আসরে একটি দল বাড়ায় আয়োজকরা। সবশেষ ২০২৫ সালের দশম আসর পর্যন্ত ৬ দল নিয়েই আয়োজিত হয়েছে টুর্নামেন্টটি। তবে এবার আরও দুটি দল বেড়েছে। ২০২৬ আসরে প্রথমবারের মতো আট দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটি।

পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, দল সংখ্যা বাড়ায় টুর্নামেন্ট আয়োজনের সময়ও বাড়বে। তবে সময় বেশি না বাড়িয়ে নতুন ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজন করে চায় কর্তৃপক্ষ। প্রচলিত ফরম্যাট অনুযায়ী, টুর্নামেন্টের লিগ পর্বের ম্যাচগুলো হতো ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে মুখোমুখি হতো। এরপর সেরা চার দল প্লে-অফের টিকিট পেতো।



এবার নতুন ফরম্যাট অনুযায়ী, প্রথম পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিঙ্গেল লিগ ফরম্যাটে। যেখানে আট দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। এরপর এই আট দল নিয়েই দ্বিতীয় পর্বে সুপার ফোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সুপার ফোরে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই পর্বে প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে। এই পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ চার দল প্লে-অফে উঠবে। এরপর প্লে-অফে ফাইনালসহ চার ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। অর্থাৎ প্লে-অফ পর্বের ম্যাচগুলো আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।

আট দল নিয়ে ২০২৬ সালের ২৬ মার্চ শুরু পিএসএলের একাদশ আসর। এরপর ৩ মে ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

ক্রিফোস্পোর্টস/১৭ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট