Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলে আসলেন অনূর্ধ্ব-১৯ এর মাহলি বিয়ার্ডম্যান

মাহলি বিয়ার্ডম্যান
ওয়ানডে দলে অনূর্ধ্ব-১৯ এর মাহলি বিয়ার্ডম্যান। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের জন্য স্কোয়াডে নতুন মুখ যুক্ত করেছে অস্ট্রেলিয়া। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফর্ম করা পেসার মাহলি বিয়ার্ডম্যান এবারই প্রথম সুযোগ পেলেন জাতীয় দলে।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পর নির্বাচকদের আস্থা অর্জন করেন এই তরুণ ডানহাতি পেসার। তার সঙ্গে দলে যোগ হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল, বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস এবং উইকেটরক্ষক ব্যাটার জশ ফিলিপ।

অন্যদিকে, অ্যাশেজের প্রস্তুতির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড ও শন অ্যাবটকে।



এছাড়া তৃতীয় ওয়ানডের জন্য আলাদা স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। নতুন করে দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও স্পিনার ম্যাট কুনেমান। টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেনকে বাদ দেওয়া হয়েছে, যাতে তিনি ঘরোয়া লিগে কুইন্সল্যান্ডের হয়ে খেলতে পারেন।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে দুই উইকেটে জিতে সিরিজে ২-০ ব্যবধানে জিতে ইতিমধ্যেই সিরিজ জয় লাভ করে ফেলেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (ম্যাচ ১–৩), জ্যাভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (ম্যাচ ৩–৫), টিম ডেভিড, বেন ডোয়ারশুইস (ম্যাচ ৪–৫), নাথান এলিস, জশ হ্যাজলউড (ম্যাচ ১–২), ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, ম্যাথিউ কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল (ম্যাচ ৩–৫), মিচেল ওউন, জশ ফিলিপ, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড (তৃতীয় ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, ম্যাথিউ কুনেমান, মিচেল ওউন, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া–ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ অক্টোবর ক্যানবেরায়। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর মেলবোর্নে, আর তৃতীয় ম্যাচ ২ নভেম্বর হোবার্টে। চতুর্থ ম্যাচের ভেন্যু গোল্ড কোস্ট, ৬ নভেম্বর। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি খেলবে দুই দল ৮ নভেম্বর ব্রিসবেনে।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট