
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। সোমবার (১৪ জুলাই) এসি মিলান আনুষ্ঠানিকভাবে ৩৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, সেরি আর ক্লাবটি অভিজ্ঞ এই মিডফিল্ডারের সঙ্গে এক বছরের চুক্তি করেছে। এসি মিলান তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে মদ্রিচ নিজেই তার নতুন অধ্যায়ের কথা জানিয়েছেন।
আরও পড়ুন:
» আলকারাজের স্বপ্ন ভেঙে উইম্বলডনের নতুন রাজা সিনার
» ক্লাব বিশ্বকাপ মহারণে শেষ হাসি হাসলো চেলসি
তিনি বলেন, ‘এখানে এসে আমি খুব খুশি এবং চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। কথা বলার জন্য আমরা অনেক সময় পাব।’
বেশ কিছুদিন ধরেই মদ্রিচের এসি মিলানে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছুদিন আগেই এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে নিশ্চিত করেছিলেন যে, মদ্রিচ তাদের সঙ্গে মৌখিকভাবে চুক্তি করতে রাজি হয়েছেন।
এবারের ক্লাব বিশ্বকাপ শেষেই মদ্রিচের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা এসেছিল। টুর্নামেন্টের সেমি-ফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে যাওয়ায় রিয়ালের পথচলা শেষ হয়, আর সঙ্গে শেষ হয় ইউরোপের সফলতম ক্লাবটিতে মদ্রিচের বর্ণাঢ্য ১৩ বছরের অধ্যায়। রিয়ালের জার্সিতে এই ১৩ বছরের পথচলায় লুকা মদ্রিচ ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপ সহ মোট ২৮টি ট্রফি জিতেছেন, যা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে।
ক্রিফোস্পোর্টস/১৪জুলাই২৫/এসএইচএ
