এল ক্লাসিকো ম্যাচ হবে আর সেটা নিয়ে মাঠে আর মাঠের বাইরে উত্তাপ ছড়াবে না, এমনটা হয় না। স্বভাবতই কথার লড়াই না হলে এল ক্লাসিকো অপূর্ণ রয়ে যায়।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় আজ (রোববার) মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের আগে কথার লড়াই শুরু করেছেন বার্সার অন্যতম ভরসার প্রতীক লামিন ইয়ামাল।
বার্সার সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে এক অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে অভিযোগ তুলে ইয়ামাল বলেন, ‘তারা (রিয়াল মাদ্রিদ) চুরি করে আর অভিযোগ করে। (সব সময়) তারা এটাই করে।’
মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে প্রতিপক্ষের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে যাবে বার্সা। বার্নাব্যুতে খেলা কঠিন কি না এমন প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, ‘বার্সার জন্য বার্নাব্যু কঠিন নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪-০ গোলে জিতেছিলাম।’
তবে ইয়ামালের কথা গায়ে মাখেননি মাদ্রিদ কোচ জাবি আলোনসো। তিনি বলেন, ‘(অন্য বিষয়ে ভাবার চেয়েও) এটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এই বিতর্কে যাব না। বার্সেলোনার অনেক মানুষ অনেক মন্তব্য করছে এবং আমি সেসব নিয়ে মন্তব্য করতে পারব না।’
আলোনসো গায়ে না মাখলেও ১৮ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকারের মন্তব্যের জবাব দিয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদ তারকা কারভাহাল। স্প্যানিশ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, নিজের জাতীয় দলের এই সতীর্থকে জবাবটা তিনি মাঠেই দিতে চান। একইসঙ্গে ইয়ামালের বক্তব্য অনুপযুক্ত এবং খেলোয়াড়দের ঐক্য নষ্ট করতে পারে বলেও মনে করেন কারভাহাল।
ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এআই