Connect with us
ফুটবল

আর্জেন্টিনা দলে ডাক পেলেন ম্যাক অ্যালিস্টারের বড় ভাই

Mac Allister’s elder brother called up to the Argentina squad.
কেভিন ম্যাক অ্যালিস্টার ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ছবি- সংগৃহীত

ফিফা নভেম্বর উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১৪ নভেম্বর আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার মুখোমুখি হবেন লিওনেল মেসিরা। ম্যাচের তিনদিন আগে স্কোয়াডে এক পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। 

ইনজুরির কারণে শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছেন এনজো ফার্নান্দেজ। চেলসির এই তারকা মিডফিল্ডারকে ছাড়াই অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। তবে তার পরিবর্তে আর্জেন্টিনা দলে ডাকা হয়েছে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বড় ভাই কেভিন ব্রুইনা ম্যাক অ্যালিস্টারকে।

লিভারপুলের তারকা মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার অনেক আগে থেকেই জাতীয় দলে খেললেও, তার বড় ভাই কেভিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সাঁ-জিলোয়াজে খেলেন তিনি। তার পজিশনও ভিন্ন। ডিফেন্ডার পজিশনে খেলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।



অ্যাঙ্গোলা ম্যাচের জন্য গত ৭ নভেম্বর ২৪ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি। এই ম্যাচে তরুণ ফুটবলারদের সুযোগ করে দিতে একাধিক অভিজ্ঞ খেলোয়াড়কে বাদ দেন স্কালোনি। দলটির তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে লিয়েন্দ্রো পারেদেস, গঞ্জালো মন্টিয়েল, লাউতারো রিভেরো এবং মার্কাস আকুনাদের বাদ দেওয়া হয়েছে।

তবে মিডফিল্ডের কান্ডারি এনজো এবং ম্যাক অ্যালিস্টারকে দলে রেখেছিলেন স্কালোনি। তবে এনজো ম্যাচের কয়েকদিন আগেই চোট পেয়েছেন, যা সেরে উঠতে কিছুদিন সময় লাগবে। আর এই সুযোগেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিলেন কেভিন ম্যাক অ্যালিস্টার। সব ঠিক থাকলে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দুই ভাইকে দেখা যেতে পারে একসঙ্গে।

আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার লুয়ান্ডায় স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

অ্যাঙ্গোলা ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াড—

গোলরক্ষক : জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো, কেভিন ম্যাক অ্যালিস্টার।

মিডফিল্ডার : অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল