Connect with us
ফুটবল

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানছেন লুকা মদ্রিচ

Luka Modric
রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদ্রিচ। ছবি- সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন ক্রোয়েশিয়ান কিংবদন্তি লুকা মদ্রিচ। ফিফা ক্লাব বিশ্বকাপ শেষেই লস ব্লাঙ্কোসদের বিদায় জানাবেন এই মিডফিল্ডার। আগামী শনিবার শেষবারের মতো বার্নাব্যুতে সাদা জার্সি গায়ে জড়াবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

আজ বৃহস্পতিবার (২২ মে) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন মদ্রিচ

বিদায়ের ঘোষণায় মদ্রিচ বলেন, ‘সময় এসে গেছে। আমি কখনোই চাইনি এই মুহূর্তটা আসুক। কিন্তু এটাই ফুটবল। জীবনে সব কিছুরই একটা শুরু ও শেষ আছে। শনিবার আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচটি খেলব।’

এছাড়া নিজের ক্যারিয়ারের স্মৃতিচারণ করে মদ্রিচ বলেন, ‘২০১২ সালে আমি এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার ইচ্ছা নিয়ে এবং বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু তারপরে যা ঘটেছে আমি কখনো কল্পনাও করতে পারিনি। রিয়াল মাদ্রিদে খেলা আমার জীবনকে একজন ফুটবলার এবং একজন মানুষ হিসেবে বদলে দিয়েছে। ইতিহাসের সর্বকালের সেরা ক্লাবের অন্যতম সাফল্যময় এক যুগের অংশ হতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুন :

» রাকিবুলের দুর্দান্ত বোলিংয়ে লিড নিয়েও বিপদে বাংলাদেশ

» গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, রংপুরের ম্যাচ কবে-কখন 

এছাড়া সবাইকে ধন্যবাদ জানিয়েছে মদ্রিচ বলেন, ‘আমি হৃদয়ের গভীর থেকে ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে, আমার সতীর্থদের, কোচদের এবং এই সময়ের পুরোটা জুড়ে যাঁরা আমার পাশে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা।’

সবশেষে তিনি বলেন, ‘গর্বে, কৃতজ্ঞতায় এবং অসংখ্য অমলিন স্মৃতিতে পূর্ণ হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। যদিও ক্লাব বিশ্বকাপের পর আমি আর এই জার্সি পরে মাঠে নামব না, তবে আমি চিরকাল একজন মাদ্রিস্তা হয়েই থাকব। রিয়াল মাদ্রিদ সবসময়ই আমার ঘর থাকবে। আজীবনের জন্য। হালা মাদ্রিদ, আর কিছু নয়।’

আগামী শনিবার (২৪ মে) লা-লিগায় চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি বার্নাব্যুতে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। একই ম্যাচ দিয়ে লস ব্লাঙ্কোসদের বিদায় জানাবেন কোচ কার্লো আনচেলত্তি। তবে মদ্রিচ আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবেন।

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল