Connect with us
ফুটবল

চ্যাম্পিয়ন আফিদা-সাগরিকাদের পাশে দাঁড়াল লোটো বাংলাদেশ

চ্যাম্পিয়ন আফিদা-সাগরিকাদের পাশে দাঁড়াল লোটো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব সামনে রেখে যখন প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ জাতীয় দল, তখন তাদের পাশে দাঁড়াল আন্তর্জাতিক ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লোটো বাংলাদেশ। গর্বের সঙ্গে প্রতিষ্ঠানটি হয়েছে দলের অফিশিয়াল ফুটওয়্যার পার্টনার।

শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই অংশীদারিত্ব শুধু একটি পৃষ্ঠপোষকতা নয়, বরং নারীদের ফুটবলে অগ্রযাত্রার এক গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে নিজেদের ভূমিকা দেখছে লোটো বাংলাদেশ।



প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাম্পিয়নদের গর্বিত সহযাত্রী। অনূর্ধ্ব-২০ নারী জাতীয় দলের অফিসিয়াল ফুটওয়্যার পার্টনার হিসেবে গর্বিত লোটো বাংলাদেশ। এএফসি বাছাইপর্বে অংশ নিতে যখন তারা প্রস্তুতি নিচ্ছে, চলো আমরা সবাই একসাথে গলা মিলিয়ে বলি- তোমাদের পাশে আছি!
তাদের যাত্রাকে করি আরও শক্তিশালী- এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হোক আমাদের সমর্থন।

জুলাইয়ের প্রথম সপ্তাহে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নিশ্চিত করেছে। এক মাস পর বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার আরেকটি এশিয়ান মিশন নিয়ে লাওস রওনা হয়েছেন। এবার অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের যাত্রায় মেনেছে বাংলাদেশ। ঢাকা থেকে শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে ঘণ্টা দেড়েক বিরতির পর লাওসের বিমানে উঠবেন আফিদারা।

৬ আগস্ট লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোয়ালিফায়ার মিশন। এরপর ৮ আগস্ট পূর্ব তিমুর এবং ১০ আগস্ট শক্তিশালী কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে আফিদারা।

ক্রিফোস্পোর্টস/২আগস্ট২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল