Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে ৪ রাত ঘুম হয়নি, শেষটা ভালো করার আশা

This time, Bangladesh’s women want to make the World Cup memorable.

দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয়ের দ্বারপ্রান্তে থেকেও হতাশ হতে হয়েছিল টাইগ্রেসদের। শেষ ১২ বলে ১২ রান প্রয়োজনের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৭ রানে। এমন হার ভক্ত সমর্থকদের মতো মেনে নিতে পারেননি ক্রিকেটাররাও।

শ্রীলঙ্কাকে হারাতে পারলে হয়তো এখনো টিকে থাকতো কাগজে কলমে বাংলাদেশের সেমিফাইনালের সুযোগ। তার চেয়েও বড় বিষয় টানা চার ম্যাচে পরাজয়ের পর জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশের নারীরা। সেটা আর হয়নি। আর এমন পরাজয়ের পর ৪ রাত ঘুমাতে না পারার কথা জানিয়েছেন টাইগ্রেস সদস্য সোবহানা মোস্তারি।

ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে কতকাল সংবাদ সম্মেলনে এসে সোবহানা বলেন, ‘শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা রাতে ঘুমাতে পারিনি। গত ৪ রাত ধরে আমরা ঘুমাইনি। এখন ম্যানেজমেন্ট কোনো নেতিবাচক বিষয় নিয়ে ভাবছে না। ইতিবাচক বিষয় নিয়েই কথা হচ্ছে। আগামীকাল (আজ) সবাই ইতিবাচক থেকে মাঠে নামব।’



পাকিস্তানকে পরাজিত করে টুর্নামেন্টে যেমন ভালো শুরু করেছিল বাংলাদেশ, তেমনি ভারতকে হারিয়ে শেষটাও রাঙাতে চান সোবহানা, ‘টুর্নামেন্ট শেষ, আমাদের শেষ ম্যাচ। কীভাবে ভালোভাবে শেষ করতে পারি। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়। ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলেছি, ভালো অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা কাজে নিয়েই এগোবো।’

উল্লেখ্য, চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের খেলা ৬ ম্যাচের ৫টিতেই পরাজিত হয়েছে নারী ক্রিকেট দল। ইতোমধ্যেই সেমিফাইনালের আশা ভেস্তে গেছে টাইগ্রেসদের। আজ বিকেলে ভারতের বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মুম্বাইয়ে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২৬অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট