
আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেন লোকেশন রাহুল। এদিন বিশেষ এক রেকর্ড গড়েন তিনি। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে দুবার ঠিক ১০০ রান করে আউট হয়ে বিরল রেকর্ড গড়েন লোকেশ।
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে রাহুল খেলতে নেমে ১৯৭ বলের মোকাবিলা করে ঠিক ১০০ রানে আউট হন। এর আগে ইংল্যান্ডের লর্ডসেও ঠিক ১০০ রান করে আউট হন তিনি। ফলে এক বিরল রেকর্ড হয় তার ব্যাট থেকে। টেস্টের ইতিহাসে এমন রেকর্ড কেউ গড়তে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে ২০১৬ সালের পর ঘরের মাটিতে প্রথম সেঞ্চুরি এবং টেস্ট ক্যারিয়ারে ভারতের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরি এটি।
দিনের খেলা শেষে লোকেশনে রাহুল গণমাধ্যমকে বলেন, ‘ব্যাটিংটা সত্যিই উপভোগ করেছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলা সবসময়ই মজার। ইংল্যান্ডে রান করা আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখানেও সেটার প্রভাব ছিল। দীর্ঘ বিরতির পর ফিরতে পেরে ভালো লাগছে।’
তিনি তার শারীরিক অবস্থা নিয়ে আরও বলেন, শারীরিকভাবে পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং ছিল। গত সপ্তাহে ইন্ডিয়ার হয়ে যে ম্যাচটা খেলেছি, সেটাও অনেক কঠিন ছিল। তবে সেটি আমাকে রিদম ফিরে পেতে সাহায্য করেছে। মাঠে ফিরতে, দীর্ঘ সময় ব্যাট করতে, ম্যাচের রুটিনে ফিরতে সাহায্য করেছে।
সেঞ্চুরি করে এক বিশেষ উদযাপন করেন তিনি, দেন সে উদযাপনের ব্যাখ্যাও। উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, উদযাপনটা ছিল আমার মেয়ের জন্য।
চলতি বছরে বেশ ছন্দে আছেন রাহুল। ইংল্যান্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। ১০ ইনিংসে ৫৩২ রান করে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহক। ইংল্যান্ড সফরে তার ব্যাট থেকে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি এসেছে।
এদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধান ও ১৪০ রানে হারিয়েছে ভারত।
ক্রিফোস্পোর্টস/৪অক্টোবর২৫/এনজি
