
ভয়াবহ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভা। আকস্মিক এমন ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা ফুটবল বিশ্ব। যেখানে এই তারকা ফুটবলারের সম্মানে এক বিশেষ উদ্যোগ নিচ্ছে তার ক্লাব লিভারপুল।
২০২৪–২৫ মৌসুমে লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন জোটা। এবার সেই তারকা ফরওয়ার্ডের স্মৃতি সংরক্ষণ করে রাখতে তার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখার ঘোষণা দিল ক্লাবটি। ফলে আজীবনের মত এই ২০ নম্বর জার্সি তুলে রাখবে লিভারপুল।
এক বিবৃতিতে লিভারপুল বলেছে, ‘লিভারপুলের বিংশ লিগ শিরোপাজয়ী দলের অংশ হিসেবে জোটার ২০ নম্বর জার্সি অমর হয়ে থাকবে। মেরসিসাইড ডার্বিতে কোপের সামনে তার শেষ গোলটি আজ কেবল একটি জয় নয়, হয়ে উঠেছে চিরস্মরণীয় বিদায়ী মুহূর্ত।’
আরও পড়ুন:
» বাংলাদেশের সিরিজ বাঁচানোর ম্যাচে সুখবর পেতে পারে পাকিস্তান
» ঋতুপর্ণাদের শক্তিশালী দলের বিপক্ষে খেলাতে চায় বাফুফে
স্পেনের জামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বৃহস্পতিবার ভোরে। ২৮ বছর বয়সী জোটার অপ্রত্যাশিত বিদায়ে ফুটবল সমর্থক, খেলোয়াড় ও বিভিন্ন ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে শোক। তার পরপারে গমন যেন বিশ্বাসই করতে পারছেন না জাতীয় দলের সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিফোস্পোর্টস/৪জুলাই২৫/এফএএস
