Connect with us
ফুটবল

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করল লিভারপুল

ছবি - সংগৃহীত

অ্যানফিল্ডে ২০২৫-২৬ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও বোর্নমাউথ। শুক্রবার রাতের নতুন আসরের প্রথম ম্যাচটি ৪-২ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল।

ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে লিভারপুল প্রথম সুযোগ পায়। গোলমুখে সালাহর জোরাল শট প্রতিহত করেন বোর্নমাউথ এর গোলরক্ষক।

বোর্নমাউথের মার্কোস সেনেসি ম্যাচের দ্বাদশ মিনিটে মাঝমাঠে হাত দিয়ে বল সরিয়ে দেন৷ প্রাথমিকভাবে সেটা ইচ্ছাকৃত মনে হচ্ছিল, ফলে লিভারপুল লাল কার্ডের দাবি জানায়। তবে এতে কোন লাভ হয়নি।



এরপর ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোলের দেখা পায় লিভারপুল৷ ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা ব্যবধান দ্বিগুণ করে। গোলটি আসে ডাচ ফরোয়ার্ড হাকপোর পা থেকে৷

এর কিচ্ছুক্ষণ পরেই বোর্নমাউথ একটি গোল শোধ করে। বাঁ দিক থেকে সতীর্থের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে জালে পাঠান সেমেনিও। ৭৬তম মিনিটে একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান সেমেনিও।

ম্যাচের ৮৮ তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন বদলি হিসেবে নামা ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসাকে। ইঞ্জুরি টাইমে চতুর্থ গোলটি করে সালাহ। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে এরপর দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে শটে বল জালে পাঠান।

ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও, যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।

উল্লেখ্য, ম্যাচের মাঝ পথে বোর্নমাউথের সেমেনিওকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছিল কোন এক দর্শক। তিনি বিষয়টি জানানোর পর খেলা বন্ধ করে দিয়েছিলেন রেফারি। এর কিচ্ছুক্ষণ পর আবারো খেলা শুরু হয়।

এছাড়াও ম্যাচ শুরুর আগে নানা আয়োজনে স্মরণ করা হয় গত মাসে স্পেনে সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জটাকে। সেদিন ২৮ বছর বয়সী জটার সঙ্গে মারা যান তার দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভাও। যিনি নিজেও ছিলেন পেশাদার ফুটবলার।

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল