
গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে রাঙাতে পারেননি লিটন। ৩ ইনিংস মিলিয়ে মোটে ১৭ রান করেছিলেন এই টাইগার দলপতি। তবে নেদারল্যান্ডস সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৩ ইনিংসে ২ ফিফটি হাকিয়ে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন এই ডানহাতি ব্যাটার।
প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ফলে ডাচদের ৩-০ তে ধবলধোলাইয়ের আক্ষেপ রয়ে গেল লিটনদের।
অবশ্য এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হওয়ার আগ পর্যন্ত ১৮.২ ওভার খেলার সু্যোগ পেয়েছিল বাংলাদেশ। তাতে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছিল টাইগাররা। আজও ব্যাট হাতে জ্বলে উঠেন অধিনায়ক লিটন দাস। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন তিনি। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।
এর আগে প্রথম ম্যাচে ২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন লিটন। এরপর দ্বিতীয় ম্যাচে ১৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন। এবার তৃতীয় ম্যাচে এসে করলেন ৭৩ রান। সবমিলিয়ে ৩ ইনিংসে ১৪৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। এই সিরিজে তার স্ট্রাইকরেট ছিল ১৫৫.৯১। সব মিলিয়ে ব্যাট হাতে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
অবশ্য এই ফিফটির মধ্য দিয়ে আরেকটি কীর্তি করেছেন লিটন। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন সর্বোচ্চ ফিফটির মালিক তিনি। ১১০ ম্যাচে ১৪টি ফিফটি করেছেন লিটন। অন্যদিকে গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব ১২৯ ম্যাচে ১৩টি ফিফটি করেছেন।
ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি
