বড় সম্ভাবনা জাগিয়ে এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ। অতীতেও বড় টুর্নামেন্টের আগে এমন আশা জাগিয়ে শেষ পর্যন্ত হতাশ করেছে টাইগাররা। তবে এবার লক্ষ্যে অটুট লিটনরা। এবারের আসরে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তারা। অতীতের ইতিহাস ভেঙে দলকে প্রথম শিরোপা জেতাতে চান এই টাইগার দলপতি।
এর আগের এশিয়া কাপের ১৬ টি আসরের মধ্যে ১৫টি আসরেই অংশ নিয়েছে বাংলাদেশ। তবে মহাদেশীয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো সফলতার দেখা পায়নি টাইগাররা। এখন পর্যন্ত তিনবার ফাইনালে উঠলেও, প্রতিবারই শিরোপা হাতছাড়া করেছে লাল সবুজের দল। ২০১২ সালে প্রথমবার ফাইনাল উঠে পাকিস্তানের কাছে শিরোপা হাতছাড়া করেছিল টাইগাররা। এরপর ২০১৬ ও ২০১৮ সালে ভারতের বিপক্ষে টানা দুটি ফাইনালে হেরেছে লাল-সবুজের দল।
অতীতের ইতিহাস বদলে এবার নতুন কিছু অর্জনের লক্ষ্যে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। মহাদেশীয় এই টুর্নামেন্টে শিরোপা জেতাটা মোটেও সহজ হবে না। তবে শিরোপা জয়ের লক্ষ্যে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
এশিয়া কাপ শুরুর আগে অধিনায়কদের সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস। সেখানে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানান লিটন। তিনি বলেন, ‘সম্প্রতি তিনটি সিরিজ খেলছি আমরা, সেখানে খুব ভালো ক্রিকেট খেলেছি। এশিয়া কাপের জন্য দলের সবাই খুব রোমাঞ্চিত। এখানে সব দলই ভালো। আমাদেরকে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’
এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতি সম্পর্কে লিটন বলেন, ‘আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। অনেকদিন ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত। এখানে সবাই ভালো দল, তাই খেলাটাও বেশ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি।’
এ ছাড়া শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়ে লিটন বলেন, ‘আমরা বেশ কয়েকবার ফাইনাল হেরেছি। এখনও শিরোপার স্বাদ পাইনি। তবে সেটা এখন ইতিহাস, আর ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য। এটা সহজ হবে না, আমরা চেষ্টা করবো ভালো খেলার। আমরা দল হিসেবে ভালো খেলার চেষ্টা করব।’
এশিয়া কাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগারা।
ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/বিটি