Connect with us
ক্রিকেট

ম্যাচ হারায় পাওয়ার প্লের ব্যর্থতাকেই দায়ী করলেন লিটন

Litton Das and Tawhid Hridoy; Bangladesh
ব্যাটিংয়ে লিটন দাস ও তাওহিদ হৃদয়। ছবি- ক্রিকইনফো

হংকংকে হারিয়ে এশিয়া কাপে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই বড় ধাক্কা খেল টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ব্যাটে-বলে ব্যর্থতা শিকার করে পরাজয় বরণ করল লিটন দাসের দল। আর ম্যাচ শেষে হারের জন্য সরাসরি নিজেদের পাওয়ার প্লের ব্যাটিং ব্যর্থতাকে দায় দিলেন টাইগার অধিনায়ক।

এদিন আগে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাংলাদেশ। উল্টো হারিয়েছে দুই ওপেনারের উইকেট। শেষ পর্যন্ত পাওয়ারপ্লেতে আসে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ৩০ রান। এরপর জাকের আলী ও শামিম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটিতে ভর করে ১৩৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। যা ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় লঙ্কানরা।

এদিন ম্যাচ শেষে শুরুর ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক লিটন দাস। তিনি জানান, ‘হ্যাঁ পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট অনেক ভালো ছিল ব্যাট করার জন্য। ১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে হবে। আমরা করতে পারিনি।’



শ্রীলঙ্কার কাছে হারের পর আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য নকআউট হিসেবে থাকছে কিনা— এমন প্রশ্নের জবাবে লিটন বলেছেন, ‘হ্যাঁ সেরকমই, দেখা যাক।’  

শ্রীলঙ্কার বিপক্ষে এদিন ম্যাচে গ্যালারিতে বাংলাদেশকে সমর্থন দিতে দেখা যায় অসংখ্য সমর্থকদের। মাঠে আসা সেই সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে লিটন বলেছেন, ‘সব সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমি আশা করব তারা আবার এসে আমাদের সাপোর্ট করবেন।’  

উল্লেখ্য, গ্রুপ ‘বি’তে চার দলের মধ্য বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার রাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে বড় জয় পাওয়ার বিকল্প নেই বাংলাদেশে।

ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট