
চলমান এশিয়া কাপে শুরু হচ্ছে সুপার ফোরের জমজমাট লড়াই। সুপার ফোরের প্রথম ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাইলফলকের সামনে দাঁড়িয়ে দুই টাইগার ব্যাটার লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে লিটন দাসের সামনে। বর্তমানে টি-টোয়েন্টিতে লিটনের রান ২ হাজার ৫৩৩। ১১১ ইনিংসে এই রান করেছেন তিনি। অন্যদিকে শীর্ষে থাকা সাকিব ১২৭ ইনিংসে করেছেন ২৫৫১ রান।
সাকিবকে ছুঁতে লিটনের আর প্রয়োজন ১৮ রান। আজ লঙ্কানদের বিপক্ষে ১৮ রান করতে পারলেই সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষ রান সংগ্রাহক বনে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আর ১৯ রান করলে এককভাবে শীর্ষে পৌঁছে যাবেন টাইগার দলপতি।
এদিকে দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আরেক ব্যাটার তাওহীদ হৃদয়। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৪৯টি ম্যাচ খেলেছেন তিনি। আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামলেই ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এই মিডল অর্ডার ব্যাটার। নাজমুল হোসেন শান্তর পর বাংলাদেশের ১৪তম ক্রিকেটার হিসেবে ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কীর্তি অর্জন করবেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
এর পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলকের দ্বারপ্রান্তে হৃদয়৷ বর্তমানে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান ৯৭৮। আজ লঙ্কানদের বিপক্ষে ২২ রান করতে পারলেই ৫০তম ম্যাচে ১ হাজার রানের কীর্তি গড়তে পারবেন এই ব্যাটার। এখন পর্যন্ত বাংলাদেশের কেবল ৭ ব্যাটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজারের বেশি রান করেছেন।
আজ (শনিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/বিটি
