বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ফরমেটে অধিনায়কত্ব করছেন লিটন কুমার দাস। সম্প্রতি আয়ারল্যান্ডকে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে পরাজিত করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই টাইগার ক্রিকেটার। তবে আসন্ন বিপিএলে তাকেই নেতৃত্বে দেখা না যাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
কেননা বিপিএলের ১২তম আসরে লিটন দাসকে ৭০ লাখ টাকায় নিলাম থেকে কিনে নিয়েছে রংপুর রাইডার্স। বিগত বিপিএলের কিছু আসরে এই দলকে নেতৃত্ব দিয়ে এসেছেন নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজিটির বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আগামী টুর্নামেন্টেও এই টাইগার ক্রিকেটের উপরে ভরসা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। যদি এমনটা হয় তবে লিটনকে খেলতে হবে সোহানের নেতৃত্বে।
গেল ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে আসন্ন বিপিএলের নিলাম। যেখান থেকে ক্রিকেটার ক্রয় করে নিজেদের দল গুছিয়ে নিয়েছে টুর্নামেন্ট অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন কি বেশ কিছু দেশি-বিদেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতেও অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন দলে। টুর্নামেন্ট শুরুর আগে অনেকটাই গোছানো শেষ হয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির দল।
রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস বাদে এবার নতুন মালিকানায় দল পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়েলস, নোয়াখালি এক্সপ্রেস, সিলেট টাইটান্স। এখন পর্যন্ত প্রতিটি দলের অধিনায়কের নাম চূড়ান্ত না হলেও বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে থাকা ক্রিকেটারদের নাম। জাতীয় দলের অভিজ্ঞ বেশ কিছু ক্রিকেটার আছেন বিভিন্ন দলের নেতৃত্বের দৌড়ে।
এদিকে বিপিএলে যুক্ত হওয়া নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কত্বে দেখা যেতে পারে অভিজ্ঞ সৌম্য সরকারকে। অবশ্য দল থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা দলটির অধিনায়ক হিসেবে জাতীয় দলের এই টপ অর্ডার ব্যাটারকে অগ্রাধিকার ভিত্তিতে রাখা হচ্ছে।
আসন্ন বিপিএলের জন্য চট্টগ্রাম রয়েলসের নেতৃত্ব এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও সেখানে দেখা যেতে পারে শেখ মাহেদী হাসানকে। তার সঙ্গে সহ-অধিনায়ক হতে পারেন নিলাম থেকে সবথেকে বেশি দাম দিয়ে কেনা ক্রিকেটার নাঈম শেখ। এদিকে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব থাকার কথা রয়েছে জাতীয় দলের অধিনায়কত্বের বিবেচনায় থাকা তাসকিন আহমেদের।
এছাড়া রাজশাহী ওয়ারিয়ার্সের দায়িত্বে এবার দেখা যাবে জাতীয় দলের সাবেক টি-টোয়েন্টি ও বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শোনা যাচ্ছে দলটির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ নেওয়াজ। আর সিলেট টাইটানসের অধিনায়ক হিসেবে থাকার কথা মেহেদী হাসান মিরাজের। তার পাশে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন জাকির হাসান।
ক্রিফোস্পোর্টস/৪ডিসেম্বর২৫/এফএএস