
সম্প্রতি টি–টোয়েন্টিতে ব্যাট হাতে ধারাবাহিক না হলেও ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত ইনিংসে স্বরূপে ফিরলেন অধিনায়ক লিটন দাস। সিলেটের মাটিতে প্রথম টি–টোয়েন্টিতে ২৯ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন তিনি। অধিনায়কের দাপুটে ব্যাটিংয়ে ভর ৮ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ সিরিজে তিন ম্যাচেই দুই অঙ্কে পৌঁছাতে ব্যর্থ হয়েছিলেন লিটন। তাই এশিয়া কাপের আগে তার রানে ফেরা দলের জন্য বড় স্বস্তি।
বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন ম্যাচসেরা তাসকিন আহমেদও। প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া এই পেসার বলেন,
লিটন খুবই ভালো খেলেছে। লিটনের ফর্মে থাকা আমাদের দলের জন্য অনেক জরুরি।
এশিয়া কাপে ভালো করতে হলে শুধু ব্যাটিং নয়, সব বিভাগেই অবদান রাখতে হবে বলে মনে করেন তাসকিন।
তিনি বলেন, সম্প্রতি সে (লিটন) ভালো ব্যাটিং করছে, নেটেও ফর্মে আছে। ধারাবাহিকতা থাকলে বড় ইভেন্টেও ভালো করা সম্ভব। আমাদের মতো দলে তো সব ক্ষেত্রে অবদান দরকার। ব্যাটিং-বোলিং দুই দিকেই উন্নতি হচ্ছে, এটা ইতিবাচক।
নেদারল্যান্ডস সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটাররা পাওয়ার হিটিং নিয়ে কাজ করেছেন বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডের সঙ্গে। সে প্রসঙ্গে তাসকিন বলেন, উন্নতি হচ্ছে। তবে ৭-১০ দিনে অনেকটা বোঝা যায় না। উনি যেভাবে অনুশীলন করাচ্ছেন এর প্রভাব দীর্ঘমেয়াদে অবশ্যই পাওয়া যাবে।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৫/এনজি
