Connect with us
ক্রিকেট

এশিয়া কাপের আগে সুখবর পেলেন লিটন-জাকের-মুস্তাফিজরা

Liton, Zakir, and Mustafiz receive good news ahead of the Asia Cup.
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন-জাকের-মুস্তাফিজরা। ছবি- সংগৃহীত

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। তার আগে আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। সদ্য প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার।

বুধবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাস, জাকের আলী, পারভেজ হোসেন ইমন ও মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৬ ধাপ এগিয়েছেন লিটন দাস। ৫৪৯ রেটিং নিয়ে ৪১ নম্বরে অবস্থান করেছেন টাইগার অধিনায়ক। সদ্য সমাপ্ত নেদারল্যান্ডস সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। ২ ফিফটিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রহ করে জিতে নেন সিরিজসেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই সুবাদেই এবার উন্নতি করেছেন র‍্যাঙ্কিংয়েও।



দ্বিতীয় সর্বোচ্চ উন্নতির মুখ দেখেছেন জাকের আলী। ৩ ধাপ এগিয়ে ৬০ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এ ছাড়া পারভেজ হোসেন ইমন এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৭ নম্বরে।

তবে ব্যাটারদের তালিকায় অবনতি হয়েছে তানজিদ তামিমের। ৩ ধাপ পিছিয়ে ৩৯ নম্বরে নেমে গেছেন এই মারকুটে ব্যাটার। এ ছাড়া তাওহিদ হৃদয় ৪৯ নম্বরে, নাজমুল হোসেন শান্ত এক ধাপ পিছিয়ে ৭৯ নম্বরে অবস্থান করছেন।

বোলারদের তালিকায় উন্নতিত মুখ দেখেছেন মুস্তাফিজুর রহমান। এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন কাটার মাস্টার। তার রেটিং ৬৪১। তবে বাকিরা কেউ উন্নতি করতে পারেননি। এক ধাপ পিছিয়ে ৬১৬ রেটিং নিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন শেখ মেহেদি। রিশাদ হোসেন ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২৪ নম্বরে। তবে ২৫ নম্বরে থাকা তাসকিনের অবস্থান অপরিবর্তিত।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি অবনতি হয়েছে তানজিম সাকিবের। ৮ ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমে গেছেন এই পেসার। এ ছাড়া হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম সমান ৩ ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৫২ ও ৫৪ নম্বরে অবস্থান করছেন।

ক্রিফোস্পোর্টস/১০সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট