Connect with us
ক্রিকেট

শেষ বলে ছক্কা হওয়ায় নিদাহাস ট্রফির কথা মনে হয়েছিল লিটনের

LITTON DAS
সংবাদ সম্মেলনে লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জমজমাট এক কোয়ালিফায়ার দেখলো ক্রিকেট ভক্তরা। রংপুরের বিপক্ষে ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলের ফাইনালের আশা বাঁচিয়ে রাখলেন ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস ওকস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরে অধিনায়কের কণ্ঠে তাই পাওয়া গেল হতাশার ছাপ। তারকাসমৃদ্ধ দল নিয়েও ফাইনালে খেলতে না পারার আক্ষেপ নিয়ে লিটন বলেন, ‘দুর্ভাগ্যবশত কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম। দুঃখিত রংপুরের যারা ভক্ত ছিল তাদের জন্য, তাদের যে প্রত্যাশা থাকে তা পূরণ করতে পারিনি।’

শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতায় লিটনের স্মরণে এসেছিল নিদাহাস ট্রফির কথা। নিদাহাস ট্রফির স্মৃতিচারণ করে লিটন বলেন, ‘শেষ বলে ছক্কা খাওয়াটা আমার ঠিক নিদাহাস ট্রফির কথা মনে করিয়েছে। ঠিক মাঠের মাঝখান দিয়ে ওপর দিয়ে ছয়। না ঠিক আছে, এটাই ক্রিকেট; জীবনে উত্থান-পতন থাকবেই।’



ম্যাচে হারের কারণে হিসেবে পিচ আর বাজে ফিল্ডিংকে দুষছেন লিটন। তিনি বলেন, ‘ টি-টোয়েন্টির জন্য এটা আদর্শ উইকেট না, বিশ্বকাপের জন্য কি না সেটা বলতে পারবো না। কোয়ালিফায়ার ম্যাচে ভালো উইকেট আশা করেছিলাম। কাগজে-কলমে আমরা ব্যাটিং-বোলিংয়ে ভালো, কিন্তু ফিল্ডিংয়ে খারাপ। অধিকাংশ ম্যাচেই আমাদের ফিল্ডিং অনেকটা ভুগিয়েছে। আজকেও আমরা অনেকগুলো অতিরিক্ত রান দিয়েছি, হাতে বল রেখে রান নিয়েছে।’

সংবাদ সম্মেলনে উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গও, চলতি বছরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে রয়েছে সংশয়। বিশ্বকাপের মাত্র ১৮ দিন বাকী থাকলেও ভেন্যু জটিলতায় এখনো অনিশ্চিত বাংলাদেশের খেলা।

বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে লিটন বলেন, ‘আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চিত, সবাই অনিশ্চিত। আমার মনে হয় পুরো বাংলাদেশই অনিশ্চিত এই মুহুর্তে।’

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট