
গত এপ্রিল থেকেই ক্রিকেট বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত পাকিস্তানের সিরিজের মধ্য দিয়ে শেষ হয়েছে ব্যস্ততা। আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে এশিয়া কাপের এবারের আসর। এর আগে কোনো খেলার সূচি নেই টাইগারদের। ফলে বেশ কিছুদিন বিশ্রামের সুযোগ পাবেন তারা। তবে এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে চান লিটনরা।
মূলত এশিয়া কাপ পর্যন্ত ব্যস্ত সূচি ছিল বাংলাদেশের। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু ভারতের আপত্তির কারণে সিরিজটি এক বছরেরও বেশি সময় পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ইতোমধ্যে এ বছর চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলতে পারলে প্রস্তুতিটা বেশ ভালোই হবে টাইগারদের। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটনও এশিয়া কাপের আগে আরেকটি সিরিজ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।
গতকাল (২৩ জুলাই) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘এরপর একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’
আরও পড়ুন:
» এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে তিনবার, যদি…
» ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে এই কীর্তি আর কারো নেই
অবশ্য ভারত না আসায় বিসিবিও এই ফাঁকা সময়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে। সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিম বলেছিলেন, ‘আমরা ভেবেছিলাম, আগস্টে দেশের মধ্যেই কিছু ম্যাচের আয়োজন করা যায় কি না। এর আগেও আমরা এ রকম করেছি, যেখানে “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। এ রকম কিছু একটা। এর পাশাপাশি দেশের বাইরে গিয়ে স্বল্প সময়ে কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না। এরকম কোনো সুযোগ পাওয়া যায় কি না, আমরা সেটাই দেখছি। তবে সুযোগ না হলে, আমরা দেশেই হয়ত খেলব।’
প্রসঙ্গত, গতকাল শেষ হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সফরকারীদের হোয়াইটওয়াশের সুযোগ থাকলেও শেষ ম্যাচে হেরে ২-১ ব্যবধানের জয় নিয়ে সিরিজটি শেষ করেছে টাইগাররা।
ক্রিফোস্পোর্টস/২৫জুলাই২৫/বিটি
