Connect with us
ক্রিকেট

পাকিস্তান ও আরব আমিরাত সিরিজে বাংলাদেশের অধিনায়ক লিটন

Liton Das
বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হলেন লিটন দাস। যদিও আগে খণ্ডকালীন দায়িত্ব পালন করেছেন। তবে এবার আসন্ন পাকিস্তান ও আরব আমিরাত সফরের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন এলকেডি।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা আগেই দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব সামলান লিটন দাস। এবার পূর্ণ দায়িত্ব পেলেন।

রবিবার (৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে লিটনের নেতৃত্ব পাওয়ার কথা জানিয়েছে বিসিবি। অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব।


আরও পড়ুন:

» পাকিস্তান সফরের সম্ভাব্য স্কোয়াড, কে হচ্ছেন নতুন অধিনায়ক?

» দেশি কোচদের ওপর আস্থা রাখতে চান ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার


সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের স্থায়ী অধিনায়ক কে হবেন সেটি নিয়ে গত কিছুদিন আলোচনা ছিল। লিটনের সঙ্গে আলোচনায় ছিলেন পেসার তাসকিন আহমেদও। তবে টাইগার স্পিডস্টার গোড়ালির ইনজুরিতে ভুগছেন। কবে নাগাদ মাঠে ফিরবেন সেটিও এখনও নিশ্চিত নয়। এর মধ্যেই পূর্ণ মেয়াদে নেতৃত্বে ফিরলেন লিটন।

Shiekh Mahdi

বাংলাদেশের নতুন সহঅধিনায়ক শেখ মাহেদী।

২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। আসন্ন বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা করার কথা জানিয়েছে বিসিবি। সেজন্য দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি টি-টোয়েন্টি ফরম্যাটটির অধিনায়ক ও কারা বিবেচনায় আছেন সেসব ক্রিকেটারদের এখন থেকেই পরিকল্পনার মধ্যে রাখতে চায়। পরিকল্পনা বাস্তবায়নে ক্রিকেটারদের ওপর বাড়তি নজর দিচ্ছে বোর্ড।

আগে থেকে কথা ছিল মে মাসে বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলবে। তবে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই রাজি হয়েছে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের। পাকিস্তানের মাটিতে আগামী ২৫ মে থেকে শুরু হবে এই সিরিজ। অবশ্য পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৪মে২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট