
আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ডাচরা। সিলেটে আগামী শনিবার (৩০ আগস্ট) শুরু হবে এই সিরিজ।
বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে এক ইনিংসে প্রায়ই দুইশ রান হয়ে থাকে। তবে বদলে যাওয়া এই ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি বাংলাদেশ। এক ইনিংসে দুইশ রান তোলা এখনো বেশ কষ্টসাধ্য বাংলাদেশি ব্যাটারদের জন্য। বাংলাদেশের ব্যাটিংয়ে সচরাচর দুইশ বা তার বেশি রানের ইনিংস দেখা যায় না।
সম্প্রতি মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রান তুলতে গিয়ে অনেক সংগ্রাম করতে হয়েছে লিটনদের। যদিও মিরপুরের উইকেট ব্যাটিং-সহায়ক নয়। তবে সিলেটের উইকেট বেশ ব্যাটিং সহায়ক। এই কন্ডিশনকে কাজে লাগিয়ে প্রতি ইনিংসে ২০০ থেকে ২৫০ কিংবা এর কাছাকাছি রান তোলার চেষ্টা করবে বাংলাদেশ।
আজ (বৃহস্পতিবার) সিলেটে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেন, ‘এটা (সিলেট) ব্যাটার-বোলারদের জন্য আদর্শ উইকেট। আবুধাবিতেও এ ধরনের কন্ডিশন পাওয়ার সম্ভাবনা আছে। ম্যাচের কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো। ২০০-২৫০ রান করাটা অভ্যাসের বিষয়। আমরা এই রান তুলতে না পারলেও ওই ধারাবাহিকতায় পৌঁছানোর চেষ্টা করবো।’
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডস সিরিজকে কীভাবে দেখছেন, তা জানিয়ে লিটন বলেন, ‘এই সিরিজে দুই দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে আমরা এই সিরিজে কিছু খেলোয়াড় পরীক্ষা করার সুযোগ পাচ্ছি। পাশাপাশি আমাদেরকে জয়ের জন্য খেলতে হবে।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর যথাক্রমে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/২৮আগস্ট২৫/বিটি
