Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি ফিফটিতে সাকিবকে ছাড়িয়ে শীর্ষে লিটন

Liton surpasses Shakib to reach the top
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে সর্বোচ্চ ফিফটির মালিক লিটন। ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ফিফটির মালিক লিটন কুমার দাস। সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন এই টাইগার দলপতি।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন লিটন। এতে সাকিবকে টপকে সর্বোচ্চ স্থানে উঠে গেছেন এই ডানহাতি ব্যাটার। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবের ফিফটির সংখ্যা ১৩টি।



এর আগে সিরিজের প্রথম ম্যাচেই সাকিবকে ছুঁয়ে ফেলেন লিটন। প্রথম ম্যাচে ২৯ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন তিনি। এবার তৃতীয় ম্যাচে এসে দুর্দান্ত এক ফিফটি হাকিয়ে সাকিবকে ছাড়িয়ে যান এই তারকা। ফিফটি তুলেও থামেননি লিটন। ৭৩ রানে তার দুর্দান্ত এই ইনিংসের সমাপ্তি ঘটে। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান এই ব্যাটার।

সাকিবের চেয়ে ১৯ ম্যাচ কম খেলেই ফিফটির রেকর্ডে তাকে ছাড়িয়ে গেছেন লিটন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছিল তার ১১০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। অন্যদিকে সাকিব অবসরের আগে লাল-সবুজের জার্সিতে ১২৯টি ম্যাচ খেলেছেন।

এই তালিকায় লিটন-সাকিবের পরেই আছেন তামিম ইকবাল। ৭৪ ম্যাচে ৮টি ফিফটি করেন দেশসেরা এই ওপেনার। সমান ৮টি ফিফটি রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের নামের পাশেও। তবে সাবেক টাইগার অধিনায়ক ১৪১ ম্যাচ খেলে ৮টি ফিফটির দেখা পেয়েছেন।

৩১ ম্যাচে ৬ ফিফটি হাকিয়ে পাঁচে আছেন তানজিদ তামিম। এ ছাড়া মুশফিকুর রহিম ১০২ ম্যাচে ৬টি, সৌম্য সরকার ৮৭ ম্যাচে ৫টি, মোহাম্মদ নাঈম শেখ ৩৮ ম্যাচে ৪টি, সাব্বির রহমান ৪৮ ম্যাচে ৪টি এবং নাজমুল হোসেন শান্ত ৫০ ম্যাচে ৪টি ফিফটি হাকিয়েছেন।

ক্রিফোস্পোর্টস/৩সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট