Connect with us
ক্রিকেট

মুশফিককে ছাড়িয়ে লিটনের নতুন রেকর্ড

লিটন কুমার দাস
মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ডের মালিক লিটন। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন লিটন দাস। মিরপুর টেস্টের প্রথম দিন উইকেটের পেছনে দুটি স্টাম্পিং করে টেস্টে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে নতুন রেকর্ড গড়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৫টি স্টাম্পিংয়ের মালিক ছিলেন লিটন। মঙ্গলবার আইরিশ ব্যাটারদের দু’জনকে স্টাম্পিং করে ১৭ স্ট্যাম্পিং এর মালিক হলেন তিনি। টেস্ট ইতিহাসে এটাই এখন বাংলাদেশের কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ স্টাম্পিং রেকর্ড। এই ম্যাচে শততম টেস্টের দ্বারপ্রান্তে থাকা মুশফিকুর রহিমকে পেছনে ফেলা লিটনের জন্য এক বিশেষ মূহুর্ত।

এর আগে চলতি বছরের জুনে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫তম স্টাম্পিং করে মুশফিকের সমান রেকর্ডে ভাগ বসান লিটন। তবে এবার সেই রেকর্ড নিজের নামে এককভাবে তুলে নিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।



তবে তিন ফরম্যাট মিলিয়ে অবশ্য এখনো এগিয়ে আছেন মুশফিক। তিনি বাংলাদেশের হয়ে মোট ১০১টি স্টাম্পিং করেছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে আছেন সাবেক উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট (৪৪), এরপরেই আছেন লিটন দাস (৩৪)।

এদিকে বিশ্ব ক্রিকেটে টেস্টে সর্বাধিক স্টাম্পিংয়ের রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক বার্ট ওল্ডফিল্ডের (৫২)। আর তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ স্টাম্পিংয়ের রেকর্ড ভারতীয় কিংবদন্তি এমএস ধোনির মোট ১৯৫টি। এরপর আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৩৯), রমেশ কালুভিতারানাই (১০১) ও মুশফিকুর রহিম (১০১)।

এছাড়া কেবল টেস্ট বিবেচনায় ডিসমিসাল (স্টাম্পিং ও ক্যাচ) ক্ষেত্রেও এখন শীর্ষে লিটন। ৫১ টেস্টে তার ডিসমিসালের সংখ্যা ১১৬। যেখানে মুশফিকের ডিসমিসাল ১১৩টি। সব ফরম্যাট মিলিয়ে অবশ্য এখনো মুশফিকই বাংলাদেশের ইতিহাসে সেরা ৪৭২টি ডিসমিসাল নিয়ে। তার পরেই আছেন পাইলট (২১৩) ও লিটন (১৯২)।

এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে লিটন এই রেকর্ড গড়েন। গতকাল থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচটি শেষ হবে আগামী ১৫ নভেম্বর। টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৮৬ রানে দিন শেষ করে। আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে কোনো রান যোগ না করেই অলআউট হয়ে যায় আইরিশরা।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট