
এশিয়া কাপের এবারের আসরে হংকংকে পরাজিত করে দারুণ ভাবে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। জয়ের ম্যাচেও নিজের সাম্প্রতিক সময়ের অসাধারণ ছন্দ ধরে রেখেছেন টাইগার কাপ্তান লিটন কুমার দাস। হংকংয়ের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ভাবে তুলে নিয়েছেন ফিফটি। নতুন দুই রেকর্ডে লিখিয়েছেন নিজের নাম।
আজ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবিতে রাত সাড়ে ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরবর্তী রাউন্ডে পৌঁছানোর জন্য এই ম্যাচে জয় তুলে নেয়া বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। আর তাই ব্যাট হাতে দারুন ফর্মে থাকা লিটন আজও চাইবেন জ্বলে উঠতে। যেখানে তার সামনে রয়েছে নতুন এক রেকর্ড গড়ার সুযোগ।
এর আগে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে টি-টোয়েন্টি ফরমেটে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর কীর্তি নিজের করে নিয়েছেন তিনি। এছাড়া এই ফরমেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌঁড়ে মাহমুদউল্লাহকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন লিটন। যেখানে তার সামনে রয়েছেন কেবল সাকিব আল হাসান।
শ্রীলঙ্কা ম্যাচে আজ লিটনের সামনে সুযোগ রয়েছে সাকিবকে পেছনে ফেলে দেশের ইতিহাসে টি-টোয়েন্টি ফরমেটে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যাওয়ার। বর্তমানে লিটনের এই ফরমেটে রান সংখ্যা ২৪৯৬। অপরদিকে শীর্ষে থাকা সাকিবের নামের পাশে রয়েছে ২৫৫১ রান। অর্থাৎ আজকের ম্যাচে আর মাত্র ৫৬ রান সংগ্রহ করলেই লিটন হয়ে যাবেন দেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক। সেটাও হবে সাকিবের তুলনায় ১৬ ইনিংস কম খেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিটন। নিজেদের পরবর্তী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/এফএএস
