
ব্যাট হাতে ধারাবাহিক ভাবেই পারফর্ম করে চলেছেন লিটন দাস। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাচ্ছেন তিনি। সবশেষ চার ইনিংসে লিটন হাঁকিয়েছেন তিন অর্ধশতক। গতকাল হংকংকে হারানোর ম্যাচেও হয়েছেন ম্যাচসেরা। গড়েছেন ছক্কার নতুন রেকর্ডও।
গতকাল বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। যেখানে
১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন লিটন। যেখানে তিনি হাঁকিয়েছেন ৪ চার ও ১ ছক্কা।
আর এই ম্যাচে ছক্কা হাঁকিয়েই লিটন বনে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একক ভাবে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার মালিক। এখন পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৭৮ ছক্কা। যেখানে তিনি পেছনে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদের সর্বোচ্চ ৭৭ ছক্কার রেকর্ড। আর ৫৫ ছক্কা হাকিয়ে এই তালিকার তৃতীয় অবস্থানে আছেন সৌম্য সরকার।
ছক্কার রেকর্ড হাঁকানোর ম্যাচে আরেক রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন লিটন। এশিয়া কাপের ইতিহাসে তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ পার্টনারশিপ করার তালিকায় তাওহিদ হৃদয়কে নিয়ে তিন নম্বরে উঠে এসেছেন তিনি। করেছেন ৯৫ রানের জুটি। একটুর জন্য ভাঙা হয়নি বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ৯৮ রানের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড।
এদিকে ফিফটি হাঁকিয়ে দলকে জেতানোর ম্যাচে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিটন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘হ্যাঁ অবশ্যই প্রথম ম্যাচ জিতে শুরু করাটা অনেক জরুরি। গত কয়েক সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে যখন এশিয়া কাপে খেলবেন, তখন একটা চাপ থাকবে। আমরা আজ ভালো ক্রিকেট খেলেছি।’
ক্রিফোস্পোর্টস/১২সেপ্টেম্বর২৫/এফএএস
