
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। তাতে শুরুর ১০ ওভারেই ৫ উইকেট হারায় লাল-সবুজরা। তাছাড়া লিটনও হাতছাড়া করেন শীর্ষে ওঠার সুযোগ।
এদিন ব্যাটিংয়ে নামার আগে এক বিশেষ কীর্তির সামনে ছিলেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাকিব আল হাসানকে ছাড়িয়ে শীর্ষে ওঠার সুযোগ ছিল তার সামনে। তবে সেই কীর্তিতে পৌঁছানোর অর্ধেক পথে গিয়েই থামেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষে থাকা সাকিবের রান ২৫৫১। এদিন ব্যাটিংয়ে নামার আগে এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিটনের রান ছিল ২৪৯৫। আজকের ম্যাচে সাকিবকে ছুঁতে লিটনের প্রয়োজন ছিল মাত্র ৫৬ রান। তবে লিটন থামেন ২৮ রানেই। বর্তমানে তার রান ২৫২২।
এদিন দলের এক বিপর্যয়ের সময়ে ব্যাটিংয়ে আসেন লিটন। প্রথম ওভারেই তানজিদ তামিম ডাক মেরে ফেরার পর তিনি মাঠে আসেন। পরের ওভারেই ডাক মেরে ফেরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। এরপর তাওহিদ হৃদয় এসেও তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন। দলীয় ১১ রানের মাথায় ফিরে যান তিনিও।
এরপর শেখ মেহেদিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিটন। চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ২৭ রান। তবে মাঠে স্থানী হয়ে ইনিংস বড় করতে পারেননি তিনি। দলীয় ৫৩ রানের মাথায় তার লড়াকু ইনিংসের সমাপ্তি ঘটে। ২৬ বলে ৪ চারের মারে ২৮ রান করে ফেরেন তিনি।
সাকিবকে ছুঁতে লিটনের আরও প্রয়োজন ২৮ রান। এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রান করতে পারলেই সাকিবকে ছুঁয়ে ফেলবেন তিনি। আর ১ রান বেশি করলেই সাকিবকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠবেন এই অভিজ্ঞ ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৫/বিটি
