ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। এতদিন এককভাবে শীর্ষে ছিলেন এই অলরাউন্ডার। তবে এবার সাকিবের পাশে নাম লিখিয়েছেন লিটন দাস। এই তারকার সঙ্গে যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন লিটন।
বুধবার (২৯ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির মধ্য দিয়ে এই কীর্তি গড়েন লিটন। এই ম্যাচের আগে সাকিবকে ছুঁতে লিটনের প্রয়োজন ছিল ২৩ রান। ব্যাটিংয়ে নেমে ১৬ বল খেলেই সাকিবের রান ছুঁয়ে যান এই উইকেটরক্ষক ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪ টি-টোয়েন্টি খেলে ৩৪৭ রান করেন সাকিব। সমান রান করতে লিটনের খেলতে হয়েছে ১৫ ইনিংস। সাকিবের ১৪ ইনিংসের মধ্যে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে। অন্যদিকে লিটনের ইনিংসে ২টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস রয়েছে।
এদিন ব্যাটিংয়ে নেমে মারকুটে ভঙ্গিতে খেলেন লিটন দাস। তবে ইনিংস লম্বা করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। সাকিবের রান ছোঁয়ার পরেই বিদায় নেন তিনি। ইনিংসের অষ্টম ওভারে আকিল হোসেনের বলে বোল্ড হয়ে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ৪ চারের মারে ২৩ রান করেন এই ব্যাটার।
এর আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ইনিংসের ১১ ওভারের মধ্যেই ১ উইকেট হারিয়ে শতরানে পৌঁছে যায় তারা। তবে পরবর্তীতে দুর্দান্ত কামব্যাক করেছে বাংলাদেশের বোলাররা। নাসুম-রিশাদ-মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে দেড়শোর আগেই থেমেছি উইন্ডিজ ইনিংস।
হার দিয়ে টি-টোয়েন্টিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। আজ সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচে জিতলে সিরিজে ১-১ সমতা হবে।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৫/বিটি