Connect with us
ক্রিকেট

আমিরাতকে কৃতিত্ব দিয়ে ম্যাচ হারের কারণ জানালেন লিটন

Litton Das batting against UAE
আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল। ছবি- সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। এবার তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ পরাজিত হলো ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচ জিতলেও শেষ দুই ম্যাচে টানা পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে টাইগাররা।

গতকাল বুধবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে লোয়ার অর্ডার বাটারদের শেষ দিকের দৃঢ়তায় ১৬২ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাঁচ বল ও ৭ উইকেট হাতে রেখে সেই ম্যাচ জিতে যায় স্বাগতিক আরব আমিরাত। ম্যাচ শেষে প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়ে ম্যাচ হারের কারন জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেছেন, ‘অবশ্যই আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখানে আপনি সবসময় ম্যাচ জেতার ভাবনা নিয়েই আসবেন, তবে এগুলো জীবনেরই অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, মাঝেমধ্যে প্রতিপক্ষ অনেক ভালো খেলবে। ফলে তাদেরকেও (আমিরাতকেও) কৃতিত্ব দিতে হবে।’

আরও পড়ুন:

» সাকিব-মিরাজদের প্লে-অফ ম্যাচসহ আজকের খেলা (২২ মে ২৫)

» মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল শেষ মুস্তাফিজের দিল্লির

টপ অর্ডারে তানজিদ তামিম ব্যতীত তেমন কেউ নিজেদের মেলে ধরতে পারেননি। দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা। লিটন বলেন, ‘ব্যাটিংয়ে আমরা কিছু ভুল করেছি। আজকে আমার মনে হয় আমরা পর্যাপ্ত ভালো রান পাইনি যেমনটা এই উইকেট বিবেচনায় আমরা পেতে চেয়েছিলাম। পরে বল করায় শিশিরও একটা প্রভাব ছিল।’

আমিরাতকে কৃতিত্ব দিয়ে লিটন বলেন, ‘তারা আজকে সত্যিই অসাধারণ খেলেছে। শুরুর দিকে তারা বেশ ভালো বোলিং করায় আমরা বেশি রান করতে পারিনি। ব্যাটিংয়ে তাদের শিশির কিছুটা সাহায্য করেছে হয়তো। তবে তাদের কৃতিত্ব দিতেই হবে। তাদের মধ্যে যে ব্যাট করুক না কেন, কেউই ঘাবড়ে যায়নি।’

সিরিজে কিছু ইতিবাচকতা পেয়েছেন লিটন, ‘অবশ্যই পারভেজ ইমন এবং তানজিদ তামিম ইতিবাচক ছিল। কিছু ম্যাচে জাকের আলী–তাওহিদ হৃদয়রাও রান করেছে। মাঝের ওভারে কয়েকজন ভালো বল করেছে। তবে আমাদের আরও শিখতে হবে এবং ম্যাচে সেসব কাজে লাগাতে হবে।’

সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল।

ক্রিফোস্পোর্টস/২২মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট