আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস।
আর মাত্র ৭১ রান করলেই টেস্টে ৩ হাজার রানের ক্লাবে ঢুকবেন তিনি। বাংলাদেশের ইতিহাসে এটি হবে ষষ্ঠ ব্যাটার হিসেবে অর্জন। এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, সাকিব আল হাসান ও হাবিবুল বাশার পৌঁছেছেন এই মাইলফলকে।
এদিকে বাংলাদেশের জার্সি গায়ে ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটন দাসের। প্রথম টেস্টেই ৪৫ বলে ৪৪ রানে নজর কাড়েন তিনি। এরপর থেকে দেশের হয়ে ৫০ টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটার। এ সময় চারটি সেঞ্চুরি ও ১৮টি অর্ধশতকে রান করেছেন ২ হাজার ৯২৯, গড় ৩৪.০৫।
লিটনের আগে টেস্টে বাংলাদেশের হয়ে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছে পাঁচজন ব্যাটার। এখনো পর্যন্ত মুশফিকুর রহিম ৯৮ টেস্টে ৬৩২৮ রান করেছেন। তামিম ইকবাল ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। মুমিনুল হক ৭৩ টেস্টে ৪৬২৭ রান করেছেন। সাকিব আল হাসান ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন। এর মধ্যে জাতীয় দলের হয়ে টেস্ট খেলা চালিয়ে যাচ্ছেন দুজন ব্যাটার- মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
এবার সেই তালিকায় নাম লেখানোর অপেক্ষায় লিটন দাস। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আর মাত্র ১৫ রান করতে পারলেই আরেকটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছাতে পারবেন তিনি।
উল্লেখ্য, লিটনের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৫ সালে। তিনি ২০১৫ সালের ১৮ জুন ভারতের বিপক্ষে একটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ক্রিকেট ম্যাচে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। এরপর ৫ জুলাই, ২০১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তার অভিষেক হয়। এবং তার টেস্ট অভিষেক হয় ২০১৫ সালের ৯ জুন, ভারতের বিপক্ষে। বর্তমানে তিনি বাংলাদেশ ওয়ানডে দলে অধিনায়কত্ব করছেন।
ক্রিফোস্পোর্টস/১১নভেম্বর২৫/টিএ