Connect with us
ক্রিকেট

সমর্থকদের প্রতি আবেগঘন বার্তা দিলেন লিটন দাস

liton das (1)
লিটন দাস । ছবি- বিসিবি

২০২৫ সালের এশিয়া কাপ ছিল বাংলাদেশের শিরোপা জয়ের বড় সুযোগ। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। যার ফলে হতাশ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটভক্তরা।

সুন্দর ও গোছানো প্রস্তুতি নিয়ে এবারের এশিয়া কাপে অংশ নেয় বাংলাদেশ। একাদশও ছিল বেশ শক্তিশালী। কিন্তু শেষটা ভালো হয়নি লিটনের দলের। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ফলে ভেঙে যায় শিরোপার স্বপ্ন। শেষ দুই ম্যাচে পাঁজরের চোটের কারণে একাদশে থাকতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস। সেই সময়ে অধিনায়কের দায়িত্ব পালন করেন জাকের আলি অনিক। একই ইনজুরির কারণে আফগানিস্তান সিরিজের একাদশেও থাকছেন না লিটন।

দলের ব্যর্থতায় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন লিটন দাস। তিনি লেখেন—আমরা ২০২৫ এশিয়া কাপে দল হিসেবে নিজেদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছে শিরোপা জয়। দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। একটি দল হিসেবে বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।



নিজের ইনজুরি প্রসঙ্গে তিনি যোগ করেন—ব্যক্তিগতভাবে বললে, ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচ মিস করা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আমি আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারছি না। সর্বোচ্চ চেষ্টা করেও পুরোপুরি সেরে উঠতে পারিনি। এটা আমাকে অনেক দিন কষ্ট দেবে।

অকৃত্রিম সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে লিটন লিখেছেন—টুর্নামেন্টজুড়ে যেভাবে আপনাদের পাশে পেয়েছি, তার জন্য অসীম কৃতজ্ঞতা। আমরা খেলোয়াড়রা সত্যিই ভাগ্যবান, কারণ বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি খুব শিগগিরই আমরা আপনাদের সেই আনন্দ ফিরিয়ে দিতে পারব, যেটি আপনাদের প্রাপ্য।

ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট