Connect with us
ফুটবল

এবার অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

Lionel Messi
লিওনেল মেসি। ছবি - সংগৃহীত

ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি এবার অবসরের ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচটি তার শেষ হোম ম্যাচ হতে পারে।

৩৮ বছর বয়সী মেসি অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এটি আমার জন্য বিশেষ হতে চলেছে। এটি হয়তো আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ। আমি জানি না এরপর ফ্রেন্ডলি ম্যাচ হবে কি না। তবে পুরো পরিবার আমার সঙ্গে থাকবে- স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন সবাই।

আর্জেন্টিনা ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৩৫ পয়েন্ট নিয়ে তারা দক্ষিণ আমেরিকা অঞ্চলের টেবিলের শীর্ষে রয়েছে। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে আরেকটি কোয়ালিফায়ার খেলতে পারেন মেসি, তবে ম্যাচটি হবে দেশের বাইরে। ফলে বুয়েনস আয়ার্সে ৫ সেপ্টেম্বরের খেলা হতে পারে তার শেষ হোম ম্যাচ।



এখন পর্যন্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারে মেসির রেকর্ড ১৯৩ ম্যাচ খেলে ৩১ গোল। আন্তর্জাতিক ফুটবলে তাঁর সর্বোচ্চ অর্জন ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো। বর্তমানে তিনি ১৯৩ ম্যাচে ১১২ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তালিকার শীর্ষে আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (২২১ ম্যাচে ১৩৮ গোল)।

তবে মেসি এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। যদি ৫ সেপ্টেম্বরই তার শেষ হোম ম্যাচ হয়, তবে সেটি আর্জেন্টিনাসহ বিশ্ব ফুটবল ইতিহাসে এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল