 
																												
														
														
													সময় যত গড়াচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা বাড়ছে সবথেকে বড় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল নিয়ে। এবার উঠেছে নতুন আলোচনা। আসন্ন বিপিএলে দেখা যেতে পারে আইপিএলের মতোই নিলাম পদ্ধতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি নিয়ে আগাচ্ছে ইতিবাচক ভাবে।
রাজধানীর একটি হোটেলে আজ বৃহস্পতিবার বিপিএলে দল পেতে আগ্রহী ১১ প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বসেছিল লিগের গভর্নিং কাউন্সিল। বিপিএলের সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিরা নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার দাবি তুলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
সভা শেষে মিঠু বলেছেন, ‘আজকে এটা (নিলাম পদ্ধতি) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএল সভায় এটা নিয়ে আরও কথা বলব। ১৫ নভেম্বরের পর প্লেয়ার্স ড্রাফট, তো আমাদের তো সময় আছেই। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটাই করা হবে।’
এবারই প্রথম বিপিএলে নিলাম হতে পারে, বিষয়টা তা নয়। এর আগে ২০১২ ও ২০১৩ সালেও নিলাম আয়োজনের মাধ্যমে ক্রিকেটার বাছাই করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এরপর ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি, যা এখন পর্যন্ত চলে আসছে। কিন্তু পুনরায় নিলাম পদ্ধতি ফিরলে তারকা ক্রিকেটারদের দলে টানার প্রতিযোগিতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/এফএএস
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	