Connect with us
ফুটবল

লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার ৪-২ ব্যবধানে জয়

লেভানদোভস্কি ও ইয়ামাল
লেভানদোভস্কির হ্যাট্রিক ও ইয়ামালের গোলে বার্সেলোনার জয়। ছবি: সংগৃহীত

লা লিগায় রোববার রাতে প্রতিপক্ষের মাঠে জমজমাট এক ম্যাচে সেল্তা ভিগোকে ৪–২ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি, আর এক গোল করেছেন দারুণ ছন্দে থাকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ১০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লেভানদোভস্কি। সেল্তার মার্কোস আলোনসোর হাতে বল লাগার পর ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। পরের মিনিটেই সমতায় ফেরে সেল্তা। দ্রুত পাল্টা আক্রমণে গোল করেন ভিগোর সের্হিও কারেইরা।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে লেভানদোভস্কির দারুণ ভলিতে আবার এগিয়ে যায় বার্সেলোনা, কিন্তু সেই লিডও বেশি সময় টিকাতে পারেনি বার্সা। বোর্হা ইগলেসিয়াসের দুর্দান্ত শটে ফের ২–২ সমতায় পৌঁছে। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের নিচু শটে আবার এগিয়ে যায় বার্সেলোনা, র‌্যাশফোর্ডের কাটব্যাক থেকে পাওয়া বলে নিখুঁত ফিনিশিং দেন স্প্যানিশ এই উইঙ্গার।



দ্বিতীয়ার্ধের পর খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বার্সেলোনার হাতে। ৭৩ মিনিটে র‌্যাশফোর্ডের কর্নার থেকে হেড দিয়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি এবং তাতেই নিশ্চিত হয় দলের জয়। শেষ দিকে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান আর বাড়েনি।

পুরো ম্যাচে বার্সেলোনার বল পজেশন ছিল ৬২ শতাংশ, লক্ষ্যে ৯টি শট নেয় তারা। অন্যদিকে সেল্তার ৫ শটের মধ্যে ৩টি ছিল টার্গেটে। পুরো ম্যাচে গোল না করতে পারলেও দলের হয়ে তিনটি গোলেই ভূমিকা রেখেছেন র‌্যাশফোর্ড।

অন্যদিকে প্রতিপক্ষের জালে ৪ গোল দিলেও শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেংকি ডি ইয়ং, যার ফলে পরের ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

এদিকে, ১২ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের ব্যবধান এখন ৩ পয়েন্ট, রিয়াল এদিন রায়ো ভাইয়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর বিলবাওয়ের বিপক্ষে নিজেদের মাঠে নামবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল