Connect with us
ক্রিকেট

না ফেরার দেশে পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার

Wazir Mohammad
পাকিস্তানের কিংবদন্তি সাবেক ক্রিকেটার ওয়াজির মাহমুদ। ছবি- সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেটে চলছে দুর্দিন। এর মাঝেই এলো আরেক শোক সংবাদ। পরপারে পাড়ি জমিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। যিনি আবার পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের জনপ্রিয় তারকা হানিফ মোহাম্মদের বড় ভাই।

দেশ থেকে পাড়ি জমিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে বসবাস করছিলেন ৯৫ বছর বয়সী ওয়াজির মোহাম্মদ। গতকাল (১৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তানের হয়ে ২০ টেস্টে ৮০১ রান করেছেন ওয়াজির। ১৯৫০-৬০ দশকে পাকিস্তান ক্রিকেটের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওয়াজির মোহাম্মদ। ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট মহসিন নাকভি।



পাকিস্তানের ক্রিকেটে মোহাম্মদ ভাইদের গল্প বেশ পুরোনো। আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি পরিচিত হানিফ মোহাম্মদ। ৪৯৯ রানের ঐতিহাসিক ইনিংস খেলার মালিক তিনি। সেই হানিফেরই বড় ভাই ওয়াজির মোহাম্মদ। তিনিও পাকিস্তান ক্রিকেটের ইতিহাস গড়ার অন্যতম এক কারিগর।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট