Connect with us
ক্রিকেট

জানিয়েছেন তথ্য উপদেষ্টা

আইপিএল সম্প্রচার বন্ধ নিয়ে আইনগত পর্যালোচনা চলছে

রিজওয়ানা হাসান। ছবি- সংগৃহীত

নিরাপত্তা ইস্যু দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর দল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া এ ঘটনার পর দেশজুড়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা হয়। ভারতের সামালোচনায় ফেটে পড়েন ক্রিকেট সমর্থকরা।

এছাড়াও আইন এবং ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডকে (আইসিসি) জানাতে বিসিবিকে আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার বিষয়ে তথ্য উপদেষ্টার সঙ্গে কথা বলার কথা জানিয়েছিলেন নিজের সামাজিক মাধ্যমে এক পোস্টে।

এরপরই কঠোর পদক্ষেপ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারবে না বলে, আইসিসিকে চিঠি দিয়ে জানায়।



এদিকে এর মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হবে কিনা নিয়ে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে আইনগত ভিত্তি যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আইপিএল থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে এবং বাংলাদেশ এ বিষয়ে একটি শক্ত অবস্থান নেবে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী আইনি ভিত্তি রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ কোন প্রক্রিয়ায় জানাবে, সে বিষয়েও পর্যালোচনা চলছে বলে জানান তথ্য উপদেষ্টা।

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, সেরকম পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে। সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করা হচ্ছে। সব দিক বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

রিজওয়ানা হাসান আরও বলেন, কোন যুক্তিতে মুস্তাফিজকে খেলতে না দেওয়া হচ্ছে, সেটাই মূল প্রশ্ন। খেলাগত কোনো যুক্তিতে সিদ্ধান্ত হলে বিষয়টি ভিন্ন হতো। কিন্তু যে যুক্তিতে তাকে বাদ দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণেই সরকারকে প্রতিক্রিয়া জানাতে হচ্ছে।

তিনি বলেন, আইপিএল ইস্যুতে আইন উপদেষ্টা যে অবস্থান নিয়েছেন, সে অনুযায়ী সরকার বিষয়টির আইনগত দিক পর্যালোচনা করছে। কোন মাধ্যমে এবং কীভাবে সিদ্ধান্ত জানানো হবে, তা নির্ধারণ করেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।

ক্রিফোস্পোর্টস/৪জানুয়ারি২৬/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট