
খেলার মাঠে খেলোয়াড়ের প্রাণ হারানো সবসময়ই হৃদয়বিদারক ঘটনা। ক্রিকেট হোক বা ফুটবল—মাঠে এমন মৃত্যুর নজির আছে অনেক। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার এক স্থানীয় ক্রিকেটারের নাম। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারানো এই বাঁহাতি পেসারের নাম আহমার খান।
ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্সের আয়োজনে একটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে মোরাদাবাদ ও সম্বল দল অংশ নেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। খেলায় জয়ের জন্য সম্বলের প্রয়োজন ছিল শেষ ওভারে ৪ বলে ১৪ রান। বোলিংয়ে ছিলেন আহমার খান। ৪ বলে ১১ রান দেওয়ায় তার দল ৩ রানে জয় পায়। কিন্তু বিপর্যয় ঘটে শেষ বলের পর।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহমারের শেষ বলটি লেগ সাইডে খেলে চার মারেন ব্যাটার। বল করার পরই আহমার হঠাৎ বুকে হাত দিয়ে ক্রীজে বসে পড়েন, কিছুক্ষণের মধ্যেই লুটিয়ে পড়েন মাটিতে। এসময় ম্যাচজয়ের আনন্দে উল্লাস করছিলেন দলের অন্য খেলোয়াড়রা। আহমারের অবস্থা দেখে দ্রুত ছুটে আসেন সবাই। মাঠেই তাকে সিপিআর দেওয়া হয় এবং প্রাণ ফেরানোর চেষ্টা করা হয়।
অবস্থা না বুঝে উঠতেই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক আহমার খানকে মৃত ঘোষণা করেন। মোরাদাবাদ একতা বিহারের স্থায়ী বাসিন্দা ছিলেন তিনি। আহমার খানের মৃত্যুতে স্থানীয় ক্রিকেটাঙ্গনসহ তার পরিবারে নেমে এসেছে গভীর শোক। রেখে গেছেন স্ত্রী, দুই সন্তান ও এক বোন।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/এনজি
