 
																												
														
														
													ছাত্র আন্দোলনের সময় নীরব ছিলেন সাকিব আল হাসান। জাতীয় দলের ক্রিকেটারের পাশাপাশি তার আরেকটা পরিচয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। খেলা ও রাজনীতি হয়তো তিনি মেলাতে পারেননি। তার কর্মকাণ্ড নিয়ে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হওয়ার পর হত্যা মামলার আসামির তালিকায় উঠেছে সাকিবের নাম। এমনকি পেয়েছেন আইনি নোটিশও। এই অবস্থায় অনেক সতীর্থ দাঁড়াচ্ছেন সাকিবের পাশে।
শুরুতে বাংলাদেশ দলের ড্যাশিং ব্যাটার সাব্বির রহমান একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, সাকিব আল হাসার, যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চিনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।
সাকিবের এক সময়ের জাতীয় দল সতীর্থ পেসার রুবেল হোসেন এক পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।
আরও পড়ুন:
» নানা হওয়ার খুশিতে যা বললেন শহীদ আফ্রিদি
» ব্যাক্তি তোষামোদের সংস্কৃতি বন্ধের কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা
পাকিস্তান সফরে থাকা তরুণ পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার সাকিব আল হাসানকে আসামি করে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় জড়িয়েছে তার নাম। পরে শনিবার সাকিবকে দল থেকে অপসারণ করে দেশে ফেরত আনতে বিসিবিকে একটি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৪/এজে
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	