
লম্বা সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরেই বিমানবন্দরে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন টাইগার ক্রিকেটাররা। এশিয়া কাপে প্রত্যাশা পূরণ করতে না পারা ও আফগানিস্তানের কাছে বাজে ভাবে হোয়াইটওয়াশের কারণে ক্ষুব্ধ সমর্থকরা নানা স্লোগানে হেনস্তা করেছেন ক্রিকেটারদের।
গত বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় ক্রিকেটারদের কেউ শুনেছেন দুয়ো, কেউ–বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে ছুঁটে চলেন। এমন ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেসব ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কিছু লোক ওপেনার নাঈম শেখের গাড়ির খুব কাছে গিয়ে ‘ভুয়া, ভুয়া’ বলে দুয়ো দিচ্ছেন, অকথ্য ভাষায় দিচ্ছেন গালাগাল। একই দৃশ্য দেখা গেছে তাসকিন আহমেদ বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গাড়ির আশপাশেও। এসব ভিডিওতে ক্রিকেটারদের উদ্দেশে করা গালাগালও স্পষ্ট শোনা গেছে।
বিসিবির কোনও এক দায়িত্বশীল পরিচালকের বরাত দিয়ে দেশের এক গণমাধ্যম জানিয়েছে, বিমানবন্দরে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অসদাচরণ করা ব্যক্তিদের ভিডিও ফুটেজ দেখে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া এক ফেসবুক পোস্টে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা দেখতে গেলে দর্শকদের ‘শায়েস্তা’ করার হুমকিদাতাকেও খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফেসবুকে ভাইরাল সেই পোস্টে আক্রমাত্মক ভঙ্গিতে বাংলাদেশ দলের প্রতি ক্ষোভ ঝাড়েন এক ব্যক্তি। শুধু তাই নয় মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের খেলা দেখতে যাওয়া দর্শকদের শায়েস্তা করার কথা জানানো হয় সেখানে। তার বাসা মিরপুরে উল্লেখ করে আরও বলা হয়, ‘প্রিয় দলের খেলা দেখতে এসে কেউ বেধড়ক মার খেলে বা গুরুতর আহত হলে মিরপুরবাসীকে দায় দিতে পারবেন না।’
নাম প্রকাশে অনিচ্ছুক সেই বিসিবি পরিচালক দেশের প্রথম সারির গণমাধ্যমটিকে গতকাল বৃহস্পতিবার রাতে বলেছেন, ‘দুটি বিষয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর নজরে আনা হয়েছে। তারা এই দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে। সরকার বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।’
উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর। এরপর চট্টগ্রামে খেলা হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/এফএএস
